জাল ওষুধ বিক্রির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি এলাকায়। আমিনা বেগম নামে এক মহিলা তাঁর প্রসাধনী দোকানে জাল ওষুধ বিক্রি করতেন বলে পুলিশ জানতে পেরে ওইদিন হানা দেয়। তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে তাঁর জামিন নামঞ্জুর হয়ে যায়।
|
বস্তি এলাকায় স্বাস্থ্য প্রকল্প
নিজস্ব সংবাদাদাতা • শিলিগুড়ি |
মায়েদের ও শিশুদের স্বাস্থ্য ঠিক রাখতে শিলিগুড়ি বস্তি এলাকায় স্বাস্থ্য প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি ওয়ার্ডের বস্তি এলাকায় ওই কাজ করা হবে। শুক্রবার শিলিগুড়ি পুরসভায় এই নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পের কাজের জন্য আইসিডিএস, পুর আধিকারিকদের নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে।
|
বিশ্ব জনসংখ্যা দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন প্রায় তিনশো স্বাস্থ্যকর্মী। বুধবার হিঙ্গলগঞ্জ ব্লকের ওই শোভাযাত্রায় যোগ দেন সুন্দরবন প্রত্যন্ত এলাকার আশাকর্মী, এএনএম-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন ব্লক মেডিক্যাল অফিসার অঞ্জন মল্লিক, গঙ্গা ঘোষ। সকাল ১১টা নাগাজ হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে শহর ঘুরে ঘোষপাড়ায় গিয়ে শেষ হয়। সকলেরই হাতে ছিল জনসংখ্যা রোধের উপর পোস্টার, প্ল্যাকার্ড।
|
ভারতের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শুধু পোলিও থেকে মুক্তিই নয়, সার্বিক ভাবে টীকাকরণের ক্ষেত্রে ভারতের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গত দু’বছরে ভারতে নতুন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি। অন্য রোগের টীকাকরণেও সাফল্য পেয়েছে ভারত। |