ধর্ষণের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন |
ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বসিরহাট ফাস্ট ট্র্যাক-২ আদালতের বিচারক সুজাতা গর্গ। এই মামলার সরকারি পক্ষের আইনজীবী গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ষণ ও হত্যার অভিযোগে আসামী তাপস বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে শুক্রবার তাঁর সাজা ঘোষণা করা হয়। ধর্ষণের অভিযোগে ১০ বছর এবং হত্যার অভিযোগে আজীবন কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানা করা হয়।” পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পুঞ্জি গ্রামে মেয়ে সুপর্ণাকে নিয়ে থাকতেন মাধবী সরকার। তাঁর প্রতিবেশী তাপস বিশ্বাসের স্ত্রী বিশাখা ২০০৪ সালের ১৯ জুন সুপর্ণাকে নিয়ে তাঁর বাপের বাড়ি দেগঙ্গার জোয়াড়িতে রথ দেখার জন্য নিয়ে যান। ২২ জুন মেয়েকে ফিরিয়ে আনার জন্যে তাপসকে তার শ্বশুরবাড়িতে পাঠান মাধবীদেবী। পরে তাপস ফিরে এসে জানায় সুপর্ণা তার সঙ্গে ফিরতে চায়নি। পরদিন পুঞ্জি গ্রামে একটি পাট ক্ষেতের মধ্যে সুপর্ণার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের কাকা উত্তম সরকারের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। প্রথমে তাপস পালিয়ে গেলেও পুলিশ পরে তাকে গ্রেফতার করে ২৫ জুন আদালতে হাজির করে। বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। সেই থেকে জেলেই ছিলেন তাপস।
|
লরির ধাক্কায় মৃত্যু ছাত্রীর, দেহ আটকে বিক্ষোভ |
স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার স্বরূপনগর বাজারে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সুলতানা পারভিন (১৪)। বাড়ি বসিরহাটের গয়ড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেগমপুর-বিবিপুর হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত সুলতানা। এ দিন বেলা তিনটে নাগাদ স্কুল ছুটির পর টাকি রাস্তা দিয়ে বন্ধু-বান্ধবীদের সঙ্গে সাইকেলে ফিরছিল সে। স্বরূপনগর বাজারের কাছে উল্টোদিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তার সাইকেলে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে সুলতানা। লরিটি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লরি ফেলে পালায় চালক। মৃতদেহ আটকে রেখে রাস্তায় যেখানে-সেখানে গাড়ি দাঁড় করা বন্ধ এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দিতে বাহিনী নিয়ে ঘটনস্থলে যান বসিরহাটের এসডিপিও এবং আইসি। দাবি পুরণের প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে বিকেল সাড়ে চারটে নাগাদ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
|
তৃণমূল-সিপিএম সংঘর্ষ, আহত ১ |
ভোট দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বচসার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ল সিপিএম এবং তৃণমূল। শুক্রবার দুপুরে স্বরূপনগরের সোনপুর গ্রামের ঘটনা। এই ঘটনায় গুরুহত আহত সেলিম মোল্লাকে স্থানীয় শাঁড়াপুল হাসপাতালে ভর্তি করা হয়। সেলিমের বাবার থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, তৃণমূল সমর্থক আয়নাল মোল্লা এবং সিপিএম সমর্থক সেলিম মণ্ডলের মধ্যে কে কাকে ভোট দেবে সেই নিয়ে এ দিন বচসা বাধে। তারপর শুরু হয় মারামারি। বাবাকে মারা হচ্ছে দেখে আয়নাল মোল্লার ছেলে সেলিম মোল্লা বাধা দিলে সেও গুরুতর আহত হয়।
|
নাবালিকা ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত |
প্রথম শ্রেণির এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শম্ভু বিশ্বাস। বাড়ি হাসনাবাদের ১২ নম্বর রেলগেট এলাকায়। শুক্রবার তাকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও অভিযুক্তের পরিবারের দাবি, শম্ভুকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। শিশুটিকে প্রথমে টাকি হাসপাতালে, পরে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
হাসপাতালে সাহিত্যানুষ্ঠান |
শ্রমজীবী হাসপাতালের সাহিত্য পত্রিকা ‘শ্রমজীবী মন’-এর বিচারে ২০১২ সালের শ্রেষ্ঠ ছোটগল্প রচয়িতার সম্মান পেলেন আফিফ ফুয়াদ। গত ৭ জুলাই শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ‘শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার’ তুলে দেওয়া হয়। শর্মিলাদেবীর সহকর্মী ও বড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা বেণু বন্দ্যোপাধ্যায় ফুয়াদের হাতে ওই পুরস্কার তুলে দেন। ‘শ্রমজীবী মন’ পত্রিকা প্রকাশ করা হয়। ওই অনুষ্ঠানেই মালবিকা বিশ্বাসের লেখা ‘কাউন্টডাউন এবং অন্যান্য’ নামে বই প্রকাশিত হয়।
|
মাঠ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। বিকাশ হালদার নামে ওই ব্যক্তির বাড়ি ঢোলাহাটে। |