|
|
|
|
টুকরো খবর |
অগ্নিদগ্ধ বধূর মৃত্যু, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক তরুণী বধূকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার খুদমরাই গ্রামে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন ঝুমা দাস (২২)। আশঙ্কাজনক অবস্থায় ঝুমাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী ও শাশুড়ি। হাসপাতালে ভর্তি করানোর ঘণ্টা খানেকের মধ্যে ঝুমার মৃত্যু হয়। খবর পেয়ে ঝুমার বাপের বাড়ির লোকজন ও পড়শিরা ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পৌঁছন। তাঁরা ঝুমার স্বামী নবকুমার দাস ও শাশুড়ি প্রতিমা দাসের উপর চড়াও হন বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ ঝাড়গ্রাম থানায় খবর দেন। পুলিশ এসে নবকুমার ও তাঁর মা প্রতিমাদেবীকে উদ্ধার করে ঝাড়গ্রাম থানায় নিয়ে যায়। পরে ঝুমার জেঠু সুনীল রাউল বেলিয়াবেড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নবকুমার ও প্রতিমাদেবীকে গ্রেফতার করে বেলিয়াবেড়া থানার পুলিশ। ধৃতদের শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। ঝুমার শ্বশুর চিত্তরঞ্জন দাস পলাতক। ঝুমার বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থানার কুবদা গ্রামে। বছর দু’য়েক আগে বেলিয়াবেড়া থানার খুদমরাই গ্রামের নবকুমার দাসের সঙ্গে ঝুমার বিয়ে হয়। তাঁদের এক বছরের একটি মেয়ে রয়েছে। কলকাতার একটি ক্যাটারিং সংস্থায় কাজ করেন নবকুমার। সুনীলবাবুর অভিযোগ, বছর খানেক আগে ঝুমার মেয়ে হওয়ার পর থেকে আরও পণের দাবিতে স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাঁর উপর অত্যাচার চালাত।
|
তোপ শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রামে রেলপ্রকল্পে জমিহারাদের চাকরি না হওয়ার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রককে দুষলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। শুক্রবার তমলুকে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, “ঠিক হয়েছিল এই সব বিশেষ রেলপ্রকল্পে জমিদাতাদের পরিবার পিছু একজন চাকরি পাবেন।” জানা গিয়েছে, চাকরির জন্য আবেদনকারী ১১৪৭ জনের মধ্যে ৯২৫ জনের আবেদন বৈধতা পেয়েছে। এখনও পর্যন্ত চাকরি পেয়েছেন ৪১৩ জন। |
|
|
|
|
|