টুকরো খবর |
তৃণমূল নেতার বাড়ি ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করার ঘটনা ঘিরে শুক্রবার অশান্তি ছড়াল নারায়ণগড়ের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বৈরামপুর গ্রামে। অভিযোগ সিপিএমের কর্মী সমর্থকরা ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে এক তৃণমূল কর্মীকে মারধর করে। খবর পেয়ে বেলদা থানার ওসি সুধাংশু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় বিকেলের পর খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনে। রাত পর্যন্ত ওই ঘটনায় পুলিশ আঠারো জনকে গ্রেফতার করেছে। এসডিপিও জানান, এলাকায় তল্লাশি চলছে। এ দিন তৃণমূলের হেমচন্দ্র অঞ্চলের সভাপতি জ্যোর্তিময় দাসের বাড়িতে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক এসেছিলেন। সিপিএমের অভিযোগ, এলাকায় নতুন করে সন্ত্রাস সৃষ্টির জন্য শাসক দলের কর্মীরা ওই বাড়িতে জড়ো হয়েছে এই দাবিতে দলের কর্মী সমর্থকরা জ্যোর্তিময়বাবুর বাড়ি ঘেরাও করে। তখন এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। ওই ঘটনায় পুলিশের সঙ্গে সিপিএম কর্মী সমর্থকদের ধস্তাধস্তিতে তিন পুলিশ কর্মী জখম হন।
|
হাসপাতালে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সিপিএমের এক গ্রাম পঞ্চায়েত প্রার্থী। শুক্রবার মেদিনীপুরে এসে তাঁর সঙ্গে দেখা করলেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। বুধবার দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন অশোক চৌধুরী নামে এক সিপিএম নেতা। বাড়ি পিংলা থানার পাঁচবেড়িয়ায়। বাড়ি ফেরার পথে তৃণমূলের লোকেরা তাঁর মাথায় টাঙ্গি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি চিকিত্সাধীন।
|
প্রার্থী গ্রেফতার |
তৃণমূল কর্মীর বাড়িতে হামলার ঘটনায় কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে ধরল পুলিশ। ধৃতের নাম রমজান আলি। পিংলার মালিগ্রামের নয়া এলাকার ঘটনা। |
|