টুকরো খবর
শিশুদের নৃত্য ও সমবেত সঙ্গীত। ‘বিহঙ্গ’-র সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে। এ ছাড়াও ছিল মনোজ মিত্রের শ্রুতিনাটক ‘চোখে আঙুল দাদা’, গীতি-আলেখ্য ‘মাটির সুরে বাংলা গানে’। ছিল এইচআইভি আক্রান্ত শিশু ও কিশোর শিল্পীদের বেহালাবাদন ও নৃত্যানুষ্ঠান। সম্প্রতি সুজাতা সদনে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৩তম জন্মদিবস
ছবি: রণজিৎ নন্দী
অনুষ্ঠিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৩তম জন্মদিবস। এই উপলক্ষে হাওড়া মন্দিরতলা-সংলগ্ন দাশরথি দে লেনে তাঁর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন মুম্বই হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন প্রধান চিত্ততোষ মুখোপাধ্যায়। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন, নারায়ণ দেবনাথ, রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিংহ, রাজ্য জে ডি (ইউ) সভাপতি অমিতাভ দত্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও শ্যামাপ্রসাদ স্মারক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক তপন শিকদার, বরুণ মজুমদার, ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় এবং কাউন্সিলর তরুণ হালদার। সঙ্গীত পরিবেশন করেন ‘সংস্কার ভারতী’র শিল্পীরা। আয়োজনে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতি’।



মিউজিক ভিডিও অ্যালবাম ‘অ্যান্থেম কলকাতা’-র শীর্ষ সঙ্গীত রেকর্ডিং-এ রূপঙ্কর বাগচী, রাঘব
চট্টোপাধ্যায় ও পূর্বায়ণ চট্টোপাধ্যায়। কাঁকুড়গাছির এক স্টুডিওতে। ছবি: শুভাশিস ভট্টাচার্য



‘অ্যান্টনি-সৌদামিনী’ নাটকের সঙ্গীত-মহড়ায় গার্গী রায়চৌধুরী, সৌমিত্র মিত্র, রজত গঙ্গোপাধ্যায়,
অনির্বাণ ভট্টাচার্য ও সুকল্যাণ ভট্টাচার্য। উল্টোডাঙার এক স্টুডিওতে। ছবি: শুভাশিস ভট্টাচার্য




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.