|
|
|
|
ঝান্ডা পুঁতে কারখানা বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি শিল্পমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • আমতা |
ঝান্ডা পুঁতে কোনও কারখানা বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার হাওড়ার আমতায় তৃণমূলের এক নির্বাচনী জনসভায় পার্থবাবু বলেন, “উলুবেড়িয়ায় আইটিসি কারখানা তৈরি করছে। সিপিএম ওই জমিতে লাল ঝান্ডা পুঁতে কারখানা গড়ার কাজ বন্ধ করে দিয়েছিল। খবর পেয়ে আমি নিজে গেলাম। দেখলাম রাতারাতি সব পতাকা উধাও। আমাদের সরকারের আমলে কোনও অবস্থাতে পতাকা পুঁতে কারখানার কাজ বন্ধ করা যাবে না।” |
|
আমতার সভায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল যুূবার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র |
শিল্প সংক্রান্ত কাজে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতাও করা হয় না দাবি করে শিল্পমন্ত্রী বলেন, “আমাদের সরকারের আমলে শিল্পসংক্রান্ত কোনও ফাইল আটকে রাখা হয় না।” এ দিনের সভায় বক্তৃতা দেন তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যে যে ভাবে এই দু’বছরে উন্নয়নের জোয়ার বইছে, গত ৩৪ বছরে তা দেখা যায়নি। উন্নয়নের জোরেই তৃণমূল ১০০ বছর ক্ষমতায় থাকবে।” জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বোঝাতে গিয়ে অভিষেক বলেন, “আগামী ছ’মাসের মধ্যে দিল্লির রাজনীতি নিয়ন্ত্রণ করবেন মমতা।” সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের যে দাবি উঠেছে, সেই প্রসঙ্গে অভিষেক বলেন, “সারদা-সহ সমস্ত অর্থলগ্নি সংস্থা তৈরি হয়েছিল সিপিএম ও কংগ্রেসের হাত ধরে। সিবিআই কেন, পৃথিবীর সমস্ত তদন্তকারী অফিসাররা এলেও মমতার চুল স্পর্শ করতে পারবে না।” |
|
|
|
|
|