|
|
|
|
চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে |
নিয়োগ রুখেছেন কবীর, অভিযোগ বিচারপতির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিচারপতি নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করলেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি ভাস্কর ভট্টাচার্য।
ভাস্কর ভট্টাচার্য |
যোগ্যতা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে তাঁর নিয়োগ রুখে দেওয়ার পিছনে প্রধান বিচারপতি আলতামাস কবীরের হাত রয়েছে বলে অভিযোগ তুললেন ভাস্করবাবু। তাঁর অভিযোগ, কলকাতা হাইকোর্টে কর্মরত থাকাকালীন তিনি কবীরের বোনের উচ্চ পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে তাঁর নিয়োগ আটকে যায়। সেই ক্ষোভেই কবীর এখন সুপ্রিম কোর্টে তাঁর নিয়োগ আটকে দিয়েছেন বলে অভিযোগ ভাস্করবাবুর। প্রতিকার চেয়ে এখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে একটি দশ পাতার চিঠি দিয়েছেন ভাস্করবাবু। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কবীরের কাছেও। বিচারপতি নিয়োগের দায়িত্বে থাকে বিচারপতিদের নিয়েই গঠিত একটি কলেজিয়াম বা কমিটি।
ভাস্করবাবু তাঁর ওই চিঠিটি কমিটির সমস্ত সদস্যকেও দেখানোর দাবি করেছেন। কী কারণে তাঁকে ওই পদ থেকে বঞ্চিত করা হল তারও ব্যাখ্যা চেয়েছেন ভাস্করবাবু। এমনকী ওই ব্যাখ্যা না পেলে তিনি তাঁর বর্তমান পদ থেকে ইস্তফা দেবেন বলেও জানিয়ে রেখেছেন।
আগামী ১৮ জুলাই দেশের প্রধান বিচারপতি হিসেবে কার্যকালের মেয়াদ শেষ করবেন আলতামাস কবীর। ঠিক তার এক সপ্তাহ আগে ওঠা এই বিতর্কে অস্বস্তিতে সংশ্লিষ্ট সব পক্ষই। কবীর এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কলেজিয়াম করে থাকে। তাই নিয়োগ সংক্রান্ত বিষয়ে কলেজিয়ামের সিদ্ধান্ত চূড়ান্ত।
রাষ্ট্রপতি ভবনও ভাস্করবাবুর চিঠির প্রাপ্তিস্বীকার করে জানিয়েছে, রাষ্ট্রপতি বিষয়টি বিবেচনার জন্য ওই চিঠিটি প্রধানমন্ত্রীর সচিবালয় ও আইন মন্ত্রকের কাছে পাঠাবেন। |
|
|
|
|
|