|
|
|
|
রাজভবনে বসছে মাল্টিজিম |
প্রবাল গঙ্গোপাধ্যায় • রাঁচি |
সাহিত্যে তাঁর অবাধ যাতায়াত। যে কোনও অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি মির্জা গালিব কিংবা অন্যান্য উর্দু কবিতা থেকে হামেশাই উদ্ধৃতি দিয়ে থাকেন। তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল সৈয়দ আহমেদ। নমনীয় মেজাজ। ভীষণই মিষ্টভাষী। যে কোনও পোশাকের সঙ্গে মাথায় গাঁধী টুপি ব্যবহার করা তাঁর পরিচিত সাজ। কেমন লাগবে যদি সেই মানুষটিকেই দেখা যায় টি-শার্ট, শর্টস আর স্নিকার পড়ে ট্রেডমিলে হাঁটছেন কিংবা মাল্টিজিমে বসে হাইল্যাট পুলি টেনে কসরত করছেন। নিশ্চয় উপভোগ্য। তবে সে দৃশ্য আমজনতার দেখার সুযোগ নেই। কিন্তু রাজভবনে তেমনটাই ঘটতে চলেছে বলে জল্পনা। রাজ্যপাল সৈয়দ আহমেদের নির্দেশে মাল্টিজিম আর ট্রেডমিল বসানোর জন্য তৎপরতা শুরু হয়েছে।
রাজ্যপালের প্রধান সচিব এন এন সিংহ জানান, রাজ্যপাল জিম ব্যবহার করবেন কিনা এই মুহূর্তে সে বিষয়ে কোনও খবর নেই। তবে পুরো বিষয়টি যে রাজ্যপালের নির্দেশেই হচ্ছে তা জানিয়েছেন প্রধান সচিব। রাজভবনে একটি পুরনো ব্যয়ামাগার রয়েছে। সেখানেই মাল্টিজিম তৈরি হবে বলে রাজভবন সূত্রে খবর। শরীর সুস্থ রাখা নিয়ে রাজনীতির কারবারীদের সম্বন্ধে বিভিন্ন গল্প প্রচলিত আছে। দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নাকি প্রতিদিন সকালে কয়েক কিলোমিটার হাঁটেন।শনিবার শরীরকে বিশ্রম দিতে উপোস করেন। শত ব্যস্ততা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় পার্কে গিয়ে নিয়মিত হাঁটেন। আগে করতেন ট্রেডমিল। পশ্চিমবঙ্গের প্রাক্তন অথর্মন্ত্রী অসীম দাশগুপ্ত মহাকরণ থেকে বাড়ি ফেরার পথে প্রতিদিন সন্ধ্যায় ইএম বাইপাস থেকে হেঁটে এফডি ব্লকে, তাঁর বাড়ি ফিরতেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল বীরেন জে শাহ নিয়মিত গলফ খেলতেন।
ছিপছিপে চেহারার, আটষট্টি বছরের সৈয়দ আহমেদ স্বাস্থ্য সংক্রান্ত কোনও অনুষ্ঠানে যোগ দিতে গেলে শরীর সুস্থ রাখার বিভিন্ন উপায় নিজেই দশর্কদের বাতলান। খাওয়ার কতক্ষণ পরে জল খাওয়া উচিত, রাতে কেমন আহার করা উচিত, রাতের খাওয়ার পরে কতক্ষণ পায়চারি করা উচিত এমন নানা টিপ্স দেন তিনি। রাজভবনের কর্মীরা জানাচ্ছেন, রাজ্যপাল এই বয়সেও স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সচেতন। সংযত জীবন-যাবন করেন। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠেন। ফলে তিনি চাইলে ভোরবেলা জিমে আসতেই পারেন। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করার পরামর্শ রাজভবনের অনেক কর্মীকেই তিনি দিয়েছেন। নতুন মাল্টিজিম তৈরির পর রাজভবনের কর্মীদের উপরেও শরীরচর্চার নির্দেশ আসতে পারে বলে ধারণা অনেক আধিকারিকের। তবে প্রধান সচিবের বক্তব্য, নতুন নির্দেশ না আসা অবধি কেউই কিছু বুঝতে পারছেন না। রাজ্যপালের নির্দেশ কার্যকর করে রাজভবনে মাল্টিজিম খুলতে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা। এ মাসের ১০ তারিখের মধ্যেই ক্রীড়া সংস্থাগুলিকে মাল্টিজিম বসানোর খরচ সংক্রান্ত টেণ্ডার দাখিল করতে বলা হয়েছে। |
|
|
|
|
|