|
|
|
|
লক্ষ্য লোকসভা ভোট |
ফের বামের হাত ধরার ইঙ্গিত দিগ্বিজয়ের মুখেও |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকসভা ভোটের পর কেন্দ্রে সরকার গড়তে ফের বামেদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কংগ্রেস নেতৃত্ব। বরং সেই সম্ভাবনার দরজা যে খোলা, আজ তারই ইঙ্গিত দিয়ে দলের শীর্ষ নেতা দিগ্বিজয় সিংহ বলেন, “প্রথম ইউপিএ জমানায় বামেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল খুবই ভাল। যদিও দুর্ভাগ্যবশত পরমাণু চুক্তি প্রশ্নে
বামেরা সমর্থন প্রত্যাহার করেন, তবু এটা বলা যায় যে, বামেদের সঙ্গে কাজ করা তুলনায় অনেক সহজ। কারণ, বিভিন্ন বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট। ফলে পারস্পরিক সম্পর্কের মধ্যে ধন্ধ থাকে না।”
এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহও বামেদের সঙ্গে পুনরায় সমঝোতার সম্ভাবনা প্রসঙ্গে বলেছিলেন, রাজনীতিতে চিরশত্রু বলে কিছু হয় না। তবে দিগ্বিজয় যে হেতু সনিয়া ও রাহুল গাঁধীর অত্যন্ত ঘনিষ্ঠ, তাই তাঁর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারেরও প্রশংসা করে দিগ্বিজয় বলেন, “ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তিনি যে ভাবে বিজেপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন, তা বলিষ্ঠ পদক্ষেপ এবং তাই প্রশংসনীয়ও বটে।”
অনেকেই মনে করছেন, দিগ্বিজয় যে ভাবে বাম এবং নীতীশের প্রশংসা করেছেন, তাতে আসলে দশ বছর আগে কংগ্রেসের নির্বাচনী কৌশলের ছবিটাই দেখা যাচ্ছে। ২০০৪ সালের লোকসভা ভোটের আগে কেন্দ্রে বিজেপিকে হারাতে এ ভাবেই বাম-সহ একাধিক ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। এ বারও সেই পথেই হাঁটতে চলেছে তারা। তাই শুধু বাম নয়, সব ধর্মনিরপেক্ষ দলের সঙ্গেই সমঝোতার দরজা খোলা রাখছে কংগ্রেস। দলের নেতারা এখনই প্রকাশ্যে কিছু না বললেও তাঁদের তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও।
দলের এক শীর্ষ নেতা আজ বলেন, “বাম ও তৃণমূল উভয়ের জন্য দরজা খোলার রাখার আরও কারণ রয়েছে। এক দিকে বামেরা সপা বা জেডিএস-এর মতো দলগুলির সঙ্গে জোটের অঙ্ক গড়ছে। অন্য দিকে মমতাও নীতীশ-নবীন- জগন্মোহন রেড্ডির সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে লোকসভা ভোটের আগে হোক বা পরে, এই
দুই পক্ষের এক জন কংগ্রেসের
পাশে দাঁড়ালে, বাকিদের জোটে সামিল করার ব্যাপারে তারা অনুঘটকের কাজ করবে।”
ওই নেতা আরও বলেন, “রাজ্য কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা তৃণমূলের সঙ্গে জোট চান না। কারণ, সে ক্ষেত্রে কংগ্রেসের আসন বাড়বে না। উল্টে কংগ্রেসের সমর্থন নিয়ে তৃণমূল আসন বাড়িয়ে নেবে।”
ওই কংগ্রেস নেতার বক্তব্য, মমতা কেন্দ্রকে যতই আক্রমণ করুন, তৃণমূলের একাধিক সাংসদ চান যে, লোকসভা ভোটে ফের জোট গড়ে লড়াই করুক দু’দল। না হলে তাঁদের লড়াইটা কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে মমতা নিজেও যে কংগ্রেসের সঙ্গে জোট চাইবেন না, তা এখনই জোর দিয়ে বলা সম্ভব নয়। |
|
|
|
|
|