রাসবিহারী অ্যাভিনিউয়ে নিকাশির উন্নয়নের কাজ শেষ করতে নতুন টেন্ডার ডাকছে পুরসভা। সম্প্রতি পুরসভার এক বিশেষ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
পুর সূত্রের খবর, নিকাশির উন্নয়নে রাসবিহারী অ্যাভিনিউ-সহ কয়েকটি রাস্তায় মাটির নীচে জিআরপি লাইনার বসানোর প্রকল্প নেয় পুরসভা। ২০১১ সালে কাজের বরাত পায় অ্যাঙ্গারলেহনার নামে অস্ট্রিয়ার এক সংস্থা। অর্ধেক কাজের পরে কাজ বন্ধ করে দেয় ওই সংস্থা। অস্ট্রিয়ার কোর্ট থেকে খবর আসে সংস্থাটি দেউলিয়া হয়েছে। নতুন টেন্ডার ডাকার সিদ্ধান্ত হয়। কিন্তু এখন ওই কাজে গোলাকৃতি না আয়তাকার গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক (জিআরপি) লাইনার বসানো হবে তা নিয়ে মতানৈক্য হয়েছে পুরসভার বিশেষ কমিটিতে।
পুর সূত্রের খবর, শহরের কয়েকটি রাস্তার নীচে মূলত গোলাকৃতি বা ডিম্বাকৃতি জিআরপি লাইনার আছে। কিন্তু রাসবিহারী অ্যাভিনিউয়ের জন্য পুরসভা আয়তাকার জিআরপি লাইনার অনুমোদন করে। এক পুর-ইঞ্জিনিয়ারের মতে, “নিকাশির জল বেরোনোর পাইপ গোল বা ডিমের মতো হলেই সুবিধা। এখানে কেন আয়তাকার হচ্ছে বোঝা গেল না।”
কমিটির এক সদস্য বলেন, “গোল বা ডিম্বাকৃতি পাইপ ভারতে তৈরি হলেও আয়তাকার পাইপ বানানো হয় না। তাই নতুন করে টেন্ডার ডাকা হলেও ভারতের কোনও সংস্থা ওই কাজে অংশ নেওয়ার আগ্রহ দেখাবে না।” তাঁর অভিযোগ, “ফের বিদেশি সংস্থাকে কাজ দেওয়ার তাগিদেই পরিকল্পনা ও উন্নয়ন দফতর ওই ধরনের পাইপের বরাত দিয়েছেন।” পুরসভার একাধিক অফিসারের মতে, কাজ সম্পূর্ণ করতে ডাকা টেন্ডারে তিনটি সংস্থা পাওয়া যাবে কি না তা নিয়েই সন্দেহ। সে ক্ষেত্রে রাসবিহারীর নিকাশি ব্যবস্থা ফের অনিশ্চয়তার মুখে পড়বে। |