পরপর আট মাস যাত্রী গাড়ি বিক্রি তলানিতে। বাণিজ্যিক গাড়ি বিক্রি টানা ১৫ মাস ধরে পড়ছে। ঘুরে দাঁড়াতে তাই ত্রাণ প্রকল্পের দাবি তুলল গাড়ি শিল্পমহল। বিক্রি বাড়াতে কী ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা জরুরি, সেটা চূড়ান্ত করে চলতি মাসেই তারা কেন্দ্রের দ্বারস্থ হবে।
গত জুনের গাড়ি বিক্রির খতিয়ান শুক্রবার প্রকাশ করেছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। ২০১২-’১৩ অর্থবর্ষের জুনের তুলনায় ২০১৩-’১৪-র জুনে যাত্রী গাড়ি (প্যাসেঞ্জার কার) বিক্রি কমেছে ৯%। এপ্রিল-জুনের হিসেবে কমেছে ১০.৪১%।
গাড়ি কেনা ও চালানোর খরচ বৃদ্ধির হার এতটাই যে, মুখ ফেরাচ্ছেন আগ্রহী ক্রেতাও। সিয়াম প্রেসিডেন্ট এস শাণ্ডিল্য বলেন, “গাড়ি শিল্পকে বাঁচাতে সরকারের উচিত ত্রাণ প্রকল্পের কথা ভাবা।” কেন্দ্র ২০০৮-’০৯ সালের মন্দার সময়ে গাড়ি শিল্পকে বাঁচাতে উৎপাদন শুল্ক হ্রাস-সহ ত্রাণ প্রকল্পের কথা ঘোষণা করেছিল। পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর জানান, কী ধরনের ত্রাণ প্রকল্প প্রয়োজন, তা নিয়ে নিজেরা আলোচনা করছেন। দ্রুত তা চূড়ান্ত করে এ মাসেই কেন্দ্রের কাছে দাবি সনদ পেশ করা হতে পারে। তাঁর বক্তব্য, উৎপাদন শুল্ক বৃদ্ধির পাশাপাশি সরকারি দফতরের গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণেও বিক্রি কমেছে। সরকার বিভিন্ন নীতি ঘোষণা করলেও তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে শিল্প। দ্রুত সেই সব নীতি কার্যকর হলে তবেই আর্থিক বৃদ্ধির চাকা ঘুরবে বলে মনে করছে তারা।
ভবিষ্যৎ নিয়ে গাড়ি শিল্প এতটাই সংশয়ে যে, এই প্রথম বিক্রির ত্রৈমাসিক খতিয়ান দিতে গিয়ে কোনও পূর্বাভাস দেয়নি সিয়াম। সিয়াম কর্তাদের বক্তব্য, এর আগে তাঁরা পূর্বাভাসে জানিয়েছিলেন, যাত্রী গাড়ি বিক্রি ৩-৫% বাড়বে। কিন্তু বাস্তবে তা কমেছে। তাই পূর্বাভাসের পথে এখনই হাঁটতে নারাজ তাঁরা।
|
ঘি বেচে লগ্নি প্রকল্পে নিষেধাজ্ঞা সেবি-র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এইচবিএন ডেয়ারিজ অ্যান্ড অ্যালায়েড-এর গবাদি পশু কিনে ঘি বেচে লগ্নি প্রকল্পে নিষেধাজ্ঞা জারি করল বাজার নিয়ন্ত্রক সেবি। তার নির্দেশ, সংগৃহীত ১,১০০ কোটি টাকা ফেরাতে হবে লগ্নিকারীদের, প্রকল্প গুটোনো বা টাকা ফেরতের জন্য অর্থ জোগাড় ছাড়া সংস্থার ১,০০০ কোটি টাকার সম্পত্তি বেচা যাবে না, চালু রাখা যাবে না এ রকম আর কোনও প্রকল্পও। দিল্লি ভিত্তিক সংস্থাটি টাকা দ্বিগুণের বেশি করে ফেরতের প্রতিশ্রুতি দেয়। তাদের দাবি, গবাদি পশু কিনে, ঘি তৈরি করে, বেচে আসবে ওই লাভ। |