পাঠ্যবই নিয়ে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
একমাস আগেই শুরু হয়ে গিয়েছে একাদশ শ্রেনির ক্লাস। কিন্তু এখনও রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বাংলা, ইংরেজি, সংস্কৃত ও পরিবেশ বিদ্যার পাঠ্য পুস্তক সরবরাহ করতে পারেনি বলে দাবি করল বর্ধমান জেলা এসএফআই। এর জেরে প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী বিপাকে পড়েছে বলে দাবি তাদের। ছাত্র সংগঠনের জেলা সম্পাদক দীপঙ্কর দে বলেন, “অবিলম্বে এই বইগুলি বাজারে আনার ব্যবস্থা করা উচিত সংসদের।” এই দাবিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বর্ধমান আঞ্চলিক কেন্দ্রে স্মারকলিপি দিয়েছে এসএফআই। কেন্দ্রের আধিকারিক কল্যাণ সেনগুপ্ত বলেন, “ওই সমস্যা দূর করার চেষ্টা চলছে।”
|
দুর্ঘটনায় জখম ৪
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ট্রাক ও ম্যাটাডরের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন চার জন। শুক্রবার কালনা ১ ব্লকের নান্দাই সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাক ও ম্যাটাডরের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন দু’টি গাড়ির চালক ও খালাসি। আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
|
পূর্বস্থলীতে চুরি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
টাকা, গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার পূর্বস্থলী ২-এর চরচুয়াডাঙর ঘটনা। পুলিশ জানায়, ওই গ্রামের মানিক গুঁইয়ের বাড়ি থেকে পাঁচ-ছ’জন দুষ্কৃতীর একটি দল ওই টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
গলসির হিট্টা মেটেল পাড়ার একটি গুদাম থেকে ১০টি বোমা ও প্রায় ১ কেজি বারুদ উদ্ধার করেছে পুলিশ। অশোক সাঁতরা নামে ওই গুদাম মালিককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। |