অতিথিশালার কর্মচারীদের মারধর ও ছাত্রছাত্রীদের ভয় দেখানোর অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সভাপতি ও সাংস্কৃতিক সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগ করেছে ওই ছাত্র সংসদেরই অন্য কয়েকজন নেতা। এ নিয়ে ফের টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বিশ্ববিদ্যালয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ জুলাই ছাত্র সংসদের সভাপতি নির্ভীক বন্দ্যোপাধ্যায় ও সাংস্কৃতিক সম্পাদক সন্টু ক্ষেত্রপালের বিরুদ্ধে বর্ধমান থানায় বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় ঢুকে কর্মীদের মারধর ও ছাত্রছাত্রীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে ওই দুই ছাত্র জেলা সিজেএম আদালতে স্টুয়ার্ড অমিত হালদার, ছাত্রসংসদের সাধারণ সম্পাদক সন্তু ঘোষ-সহ মোট আটজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। সেখানে তাঁরা অভিযোগ করেন, ওই দিন তারা অতিথিশালায় গিয়ে দেখেন মদের আসর বসেছে। প্রতিবাদ করায় তাদের সঙ্গে ওই আট জনের প্রথমে বচসা বাধে ও পরে তাদের মারধর করা হয়। নির্ভীকবাবুর দাবি, বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কাছে বিষয়টি নিয়ে জানাবেন, এই আশঙ্কা করে তাঁদের বিরুদ্ধে আগেভাগেই থানায় অভিযোগ করা হয়।
তবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভাপতি সন্তু ঘোষ-সহ তিন পদাধিকারি দীপক পাত্র, অজয় দাস ও অর্ণব মণ্ডল জানান, নির্ভীকবাবুর অভিযোগ মিথ্যা। পুলিশ জানায় তদন্ত চলছে। |