|
|
|
|
কেন্দ্রকে চিঠি কৌঁসুলির |
খুনের হুমকি, নিরাপত্তা চায় ইশরাতের পরিবার |
সংবাদসংস্থা • মুম্বই |
প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁদের। বৃহস্পতিবার মুম্বইয়ের এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন ইশরাত জহানের বোন মুশরাত।
মুশরাতের অভিযোগের ভিত্তিতে যথেষ্ট নিরাপত্তা চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন তাঁদের আইনজীবী বৃন্দা গ্রোভার। ইশরাতের মা শামিমা কৌসর বলেন, ‘‘সুবিচারের লড়াইয়ে আমাদের সঙ্গে যাঁরা আছেন, তাঁদের জীবন ও নিরাপত্তাও বড় বিপদের মুখোমুখি।” ইশরাতের আর্জি দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
|
ইশরাতের মা শামিমা |
সুশীলকুমার শিন্দে।
মুশরাত আজ সাংবাদিকদের জানান, ঠাণের মুম্বরায় তাঁদের বাড়ির চার দিকে পুলিশ মোতায়েন থাকলেও নিরাপদ বোধ করছেন না তাঁরা। বুধবার রাত আড়াইটে-তিনটে নাগাদ এক দল দুষ্কৃতী হানা দেয় তাঁদের বাড়িতে। জোরে দরজায় ধাক্কা মারতে থাকে। পরিচয় জানতে চাইলে দাবি করে, তারা পুলিশের লোক। ঘরের ভিতর থেকে আর কোনও সাড়া না পেয়ে আবার ফিরেও যায় তারা।
বৃহস্পতিবার সকালে মুম্বরা থানায় এ বিষয়ে খোঁজ নেওয়া হলে কর্তব্যরত পুলিশ অফিসার জানান, তাঁদের তরফে গত কাল রাতে কাউকেই পাঠানো হয়নি ইশরাতের বাড়িতে। এ দিনের বৈঠকে ইশরাতের কাকা রউফ লালা জানান, বেশ কিছু দিন ধরেই তাঁদের উপর হামলার চেষ্টা চলছিল। জুনের ১৮-১৯ তারিখ নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে তিনি ও তাঁর পরিবার যখন ফিরছিলেন, তখন তাঁদের গাড়ির পিছু নিয়েছিল সশস্ত্র দুই দুষ্কৃতী। পথ আটকে তাঁদের গাড়ি ভাঙচুরও করে ওই দুষ্কৃতীরা।
দুই দুষ্কৃতীকে ধরেও ফেলেছিলেন স্থানীয় বাসিন্দারা। মুম্বরা থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ অবশ্য বিষয়টি এড়িয়ে যায়। সাধারণ পথ দুর্ঘটনার মামলা দায়ের করে ছেড়ে দেওয়া হয় ওই দু’জনকে। রউফের দাবি, পরে তদন্তে জানা যায়, ওই দুই দুষ্কৃতীর মধ্যে এক জন ভাড়াটে খুনি।
রউফ আরও জানান, হরিয়ানাতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দীর্ঘ ৩০ কিলোমিটার রাস্তা তাঁর গাড়ির পিছনে ধাওয়া করেছিল অপরিচিত কয়েক জন। এ ছাড়াও দিল্লিতে যে সভায় ইশরাতের পরিবার-পরিজন উপস্থিত থাকার কথা ছিল তা ভণ্ডুল করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। পরে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সম্পন্ন হয় সেই অনুষ্ঠান।
মুশরাতের সাংবাদিক বৈঠকে ছিলেন পরিচালক মহেশ ভট্টও। তাঁর মতে, এ ভাবে এক-দু’জন পুলিশ মোতায়েন করে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় না। ওঁরা যাদের বিরুদ্ধে লড়ছেন তারা ক্ষমতাবান। নিজেদের বাঁচাতে তারা সব কিছু করতে পারে। ফাস্ট-ট্র্যাক আদালতে ইশরাত জহান হত্যা মামলার নিষ্পত্তির দাবিও জানিয়েছেন তিনি। |
পুরনো খবর: ইশরাত মামলায় সিবিআই -আইবি সংঘাত তুঙ্গে |
|
|
|
|
|