|
|
|
|
জয়াকে এ বার বার্তা মমতার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রস্তাবিত ফেডেরাল ফ্রন্টে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলিকে পেতে ফের তৎপর হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির স্ত্রী ওয়াই এস বিজয়াম্মার পর এ বার এআইডিএমকে নেত্রী জয়ললিতার পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। সম্প্রতি কলকাতা ও চেন্নাই বিমানবন্দরের পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে জয়ললিতাকে পাশে চেয়ে একটি চিঠি পাঠান তিনি। তৃণমূল নেতৃত্ব জানান, দু’দল ওই সিদ্ধান্তের বিরুদ্ধে। তাই এক সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকের মতে, বিমানবন্দরকে সামনে রেখে আসলে তৃণমূল ও এআইডিএমকে-র মধ্যে জোট চাইছেন মমতা।
প্রথম ইউপিএ সরকারের আমলে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো বিমানবন্দরগুলির আধুনিকীকরণের কাজের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছিল। কিন্তু, রাজনৈতিক চাপের মুখে কলকাতা ও চেন্নাই বিমানবন্দরের ক্ষেত্রে ওই কাজের দায়িত্ব পায় এয়ারপোর্ট অথিরিটি। কিন্তু সম্প্রতি আন্তঃমন্ত্রক গোষ্ঠী বেশ কিছু বিমানবন্দরের আধুনিকীকরণ ও পরিচালনের ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেগুলির মধ্যে রয়েছে কলকাতা ও চেন্নাই বিমানবন্দরও। রাজনৈতিক বিরোধ থাকলেও বিমানবন্দরের কর্মীদের স্বার্থে ওই সিদ্ধান্তের বিরোধিতায় এক সুরেই সরব হয়েছে বাম ও তৃণমূলের শ্রমিক সংগঠনগুলি। তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, বেসরকারি সংস্থার হাতে বিমানবন্দর পরিচালনের দায়িত্ব দেওয়া হলে অনেক কর্মী কাজ হারাবেন। তা ছাড়া বেসরকারি সংস্থাগুলি পরিষেবা প্রদান করলে তার জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে যাত্রীদেরই। ফলে পরিষেবার জন্য স্বল্প অর্থ বিনিয়োগ করেই বিপুল লাভের কড়ি ঘরে তুলবে বেসরকারি সংস্থাগুলি। তামিলনাড়ুতে ওই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে জয়ললিতার দলও। দু’দলের অবস্থান এক। এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন মমতা। |
পুরনো খবর: রাজাকেই সমর্থন জয়ার, বিকল্পে আশাবাদী বাম |
|
|
|
|
|