চাকরি থেকে অবসর নেওয়ার পরেও জেলা কালেক্টরেটে নিজের দফতরে বসে কাজ করার অভিযোগ উঠেছে মালদহের আইসিডিএস প্রকল্পে প্রাক্তন জেলা প্রোগ্রাম অফিসার প্রত্যর্পণ সিংহ রায়ের বিরুদ্ধে। আইসিডিএসের ওই প্রাক্তন জেলা প্রোগ্রাম অফিসার নিজে সই করে জেলার বিভিন্ন ব্লকের সিডিপিওদের সরকারি নির্দেশ দিয়ে কাজে পাঠাচ্ছেন। কর্মসূচি পালনে জেলা প্রোগ্রাম অফিসার হিসাবে সই করে সরকারি বিজ্ঞপ্তি জারি করছেন। কেন তাকে এ ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে তা জানতে চেয়ে আমজামতলা ও সুজাপুরে দুই বাসিন্দা জেলাশাসককে বৃহস্পতিবার লিখিত অভিযোগ করতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।
প্রত্যর্পণবাবু এ দিন বলেছেন, “যা বলার জেলাশাসক বলবেন।” জেলা শাসক গোদালা কিরণ কুমার বলেন, “বৃহস্পতিবার এই অভিযোগ পেয়েছি। তার পরেই তদন্তের নির্দেশ দিয়েছি।” জেলাশাসক জানান, জেলা প্রোগ্রাম অফিসার ৩০ জুন অবসর নিয়েছেন। উনি প্রকাশ করে আবেদন করেছেন। সেই আবেদন আইসিডিএস প্রকল্পের দফতরে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইসিডিএস দফতর থেকে কোনও নির্দেশ আমাদের কাছে কোনও নির্দেশ আসেনি। তবে নির্দেশ না আসা পর্যন্ত এই ভাবে নিয়ম বহির্ভূত ভাবে সই করে সরকারি কাজ করা সম্পূর্ণ বেআইনি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই অবসরপ্রাপ্ত জেলা প্রোগ্রাম অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবসর নেওয়ার পরেও ওই আইসিডিএসের প্রোগ্রাম অফিসার কাজ চালিয়ে যাচ্ছেন জেনে বেজায় চটে গিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীও। তিনি এ দিন বলেন, “আইসিডিএসের জেলা প্রোগ্রাম অফিসার বেআইনি কাজ করছেন। সরকারি পদের অপব্যবহার করছেন।” এক জন আধিকারিক অবসর নেওয়ার পরও কী ভাবে দফতরে কাজ করছেন তা তাঁর কাছে স্পষ্ট নয় বলে জানান। তিনি জেলাশাসককেও গোটা বিষয়টি জানিয়েছেন। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছেও তিনি তা জানাবেন বলেছেন। জেলা নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র এ দিন বলেছেন, “আইসিডিএসের জেলা প্রোগ্রাম অফিসারের চাকরি ‘এক্সটেনশন’-এর জন্য সুপারিশ করেছেন। পঞ্চায়েত নিবার্চনের জন্য এক্সটেনশনের নির্দেশ আটকে রয়েছে। তবে নির্দেশ না আসার আগে সরকারি নির্দেশিকায় সই করে অবসরপ্রাপ্ত জেলা প্রোগ্রাম অফিসার ঠিক কাজ করেননি।” এর পাশাপাশিই, অবসর নেওয়ার পরে জেলা প্রোগ্রাম অফিসার কাজ করায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সমিতি। ওই সমিতির কাযর্করী সমিতির সদস্য রথীন চাকী বলেন, “এই ঘটনা শোনার পর কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এক জন অবসরপ্রাপ্ত আধিকারিক এক্সটেনশন না পেয়েও কী ভাবে কাজ করে চলেছেন তা জেলাশাসকের কাছে জানতে চাইব।” এই ব্যাপারে কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক রমাপদ চট্টোপাধ্যায়ও জানান, চাকরি থেকে অবসর নেওয়ার পর এক জন অবসরপ্রাপ্ত অফিসার এক্সটেনশন ছাড়াই কাজ করতে পারেন না। এটা সম্পূর্ণ বেআইনি। |