গত বারের প্রবল বিতর্কের রেশ কাটিয়ে এ বার নির্দিষ্ট দিনেই বিধানসভায় উদ্যাপিত হতে চলেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। বিধানসভার লবিতে আগামী ৮ জুলাই বসুর শততম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জ্যোতিবাবুর জন্মদিন এ বার এমন সময়ে পড়েছে, যখন সব দলের নেতা-বিধায়কেরাই পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত। তার মধ্যেই শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব যাতে ওই দিন দুপুরে বিধানসভায় উপস্থিত থাকেন, তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমকেও আমন্ত্রণ জানানো হয়েছে।” প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
গত বছর বসুর জন্মদিন ছিল রবিবার। ছুটির দিন বলে দু’দিন আগেই বিধানসভায় জন্মদিনের সরকারি অনুষ্ঠান হয়েছিল। যেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু এ ভাবে নির্দিষ্ট দিনের আগেই জন্মদিন পালন করার রেওয়াজের তীব্র বিরোধিতা করে বাম পরিষদীয় দল সেই অনুষ্ঠান বয়কট করেছিল। আর ৮ তারিখ বর্তমান বিধায়ক ছাড়া অন্য কাউকে বিধানসভার ভিতরে ঢুকতে না-দেওয়ায় প্রবল বিতর্ক বেধেছিল। শেষ পর্যন্ত বসুর একটি ছবি হাইকোর্টের দিকে বিধানসভার গেটে বেঁধে রাস্তাতেই তাঁর জন্মদিন পালনে অংশ নিয়েছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন স্পিকার হালিম, প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়, সৌমেন্দ্রনাথ বেরা, প্রাক্তন বিধায়ক রবীন দেব প্রমুখ। এ বার জন্মদিন সোমবার হওয়ায় স্বস্তিতে পরিষদীয় কর্তৃপক্ষ। বলতে গেলে, ক্যালেন্ডারই এ বার জটিলতা কাটাতে সাহায্য করেছে!
মহাজাতি সদনে ৮ তারিখ বিকেলেই সিপিএমের তরফে বসু শতবর্ষের আনুষ্ঠানিক সূচনা হবে। দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের সঙ্গেই সেখানে থাকার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য সম্পাদক বিমান বসু এবং শরিক দলের নেতাদের। আবার ওই দিনই তড়িঘড়ি আলিমুদ্দিনে দলের রাজ্য কমিটির এক বেলার বৈঠক ডেকেছে সিপিএম। দলীয় সূত্রের ব্যাখ্যা, কারাটের উপস্থিতিতে সব জেলার নেতৃত্বকে নিয়ে বসু শতবর্ষ পালনে যাওয়ার আগে পঞ্চায়েতের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া ওই বৈঠকের উদ্দেশ্য।
|