কেপমারির ঘটনায় এক অভিযুক্ত বুধবার রাতে ধরা পড়ল। ধৃতের নাম সুব্রত বন্দ্যোপাধ্যায়। বাড়ি নোদাখালিতে। সেখান থেকেই ধরা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, ১০ মে একটি পথ দুর্ঘটনায় হুগলির বাসিন্দা শেখ জিয়ারুলের পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়। অভিযোগ, সেই সময়ে সুব্রত নামে ওই যুবক আইনজীবী বলে নিজের পরিচয় দিয়ে শেখ জিয়ারুলের পরিবারের কাছে যান। ছেলের মৃত্যুর ইনশিওরেন্স পাইয়ে দেওয়ার নাম করে হাইকোর্টেও যেতে বলেন ওই দম্পতিকে। তাঁর বলা সময় মতো আদালতে হাজির হন ওই দম্পতি। পুলিশ জানায়, সুব্রত ওই দম্পতিকে বলে গয়না, মোবাইল ও নগদ টাকা নিয়ে হাইকোর্টে প্রবেশ নিষেধ। যতক্ষণ আদালত চত্বরে থাকবেন, ততক্ষণের জন্য তাঁরা যেন সব জিনিস সুব্রতর জিম্মায় রেখে দেন। কথা মতো তাই করেন ওই দম্পতি। তবে জিনিসগুলি নিয়ে আর ফেরেন না সুব্রত। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওই দম্পতি ব্যাপারটা বুঝতে পেরে সে দিনই হেয়ার স্ট্রিট থানায় সুব্রতর বিরুদ্ধে কেপমারির অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুব্রত প্রথম বর্ষ পর্যন্ত আইন পড়েছেন। এ দিন আদালত তাঁকে ৭ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে। ছিনতাই হওয়া জিনিসগুলি এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
|
এক বধূকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অভিযোগে লক্ষীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অপর্ণা পাত্র (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে কলকাতার তারাতলার বাসিন্দা অপর্ণাদেবীর সঙ্গে ফ্রেজারগঞ্জের মেঘনাদ পাত্রের বিয়ে হয়। ওই দম্পতির ছয় মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের কিছু দিন পর থেকেই আরও পণের টাকার দাবিতে ওই বধূর উপর তাঁর স্বামী অত্যাচার চালাতেন বলে বধূর বাপের বাড়ির লোকের অভিযোগ। বুধবার দুপুরে ঘরের মধ্যে অপর্ণাদেবীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাঁকে স্থানীয় দ্বারিকনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে নিয়ে যান তাঁর শ্বশুরবাড়ির লোকজন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ওই দিন রাতেই মেয়ের শ্বশুরবাড়িতে যান বাপের বাড়ির লোকজন। পুলিশের কাছে মেয়েটির বাবা সমীর সেবাই তাঁর জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ধৃত মেঘনাদকে কাকদ্বীপ আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
|
স্কুল চলাকালীন ক্লাসে মোবাইলে কথা বলছিল অষ্টম শ্রেণির দুই ছাত্রী। সেই অপরাধে শিক্ষক তাকে বকাবকি করায় অসুস্থ হয়ে পড়ে একজন। সেই অভিযোগে বৃহস্পতিবার বসিরহাটের বেগমপুর বিবিপুর হাইস্কুলে প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ স্কুল থেকে বেরোতে পারেন শিক্ষকেরা। স্কুলের প্রধান শিক্ষক মেখাইল রহমান বলেন, “স্কুলে মোবাইল নিষিদ্ধ জানা সত্ত্বেও মাসুদা খাতুন ও পাপিয়া খাতুন নামে দুই ছাত্রী ক্লাসে কথা বলছিল। তা দেখে শিক্ষক সুব্রত মল্লিক ওই দুই ছাত্রীকে আমার কাছে আনেন। ছাত্রীদের অভিভাবকদের ডেকে আনার কথা বলা হলে মাসুদা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে মারা হয়েছে বলে গুজব ছড়ায়। ছাত্রীদের অভিভাবকরা স্কুলে এসে সুব্রতবাবুকে মারবেন বলে বিক্ষোভ শুরু করলে পুলিশে খবর দেওয়া হয়।
|
ডাকাতির আগেই ধরা পড়ল এক দুষ্কৃতী। বুধবার রাতে মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম থেকে এলেম বক্স মোল্লা নামে ওই দুষ্কৃতী ধরা পড়ে। তার কাছে থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কাছে খবর আসে, রাত ১টা নাগাদ বামনপুকুর গ্রামে একটি পেট্রোল পাম্পের কাছে জড়ো হচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ হানা দিলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে মধ্য চৈতল গ্রামের বাসিন্দা এলেম। তার বিরুদ্ধে তোলাবাজি, ডাকাতির অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষে জখম ৮। ভোটের প্রচারকে ঘিরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম হলেন দু’দলের ৮ জন। দু’জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার রাতে ঘটনাটি ঘটে স্বরূপনগরের স্বরূপদহ গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দুটি লরি এবং একটি মাটি কাটার গাড়ির কাঁচ ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বাগদা থেকে পুলিশ সঞ্জয় অধিকারী নামে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা তৈরি করা হচ্ছে বাগদা থেকে মধুপুর পর্যন্ত। গত ৩০ জুন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা মালবাহী গাড়িগুলি সঞ্জয় আচমকাই ভাঙচুর করে এবং তারপর পালিয়ে যায়। রাস্তা তৈরির বরাত পাওয়া ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
|
হাবরার আনোয়ারবেড়িয়া এলাকার বাসিন্দা রফিক মণ্ডলের বাড়ি থেকে বুধবার রাতে চার অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের যশোহর জেলার ঝিকরগাছা গ্রামে বলে পুলিশ জানিয়েছে। রফিককেও গ্রফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন বনগাঁ সীমান্ত দিয়ে তারা চোরাপথে এ দেশে ঢুকেছিল। জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে যাচ্ছিল।
|
আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল আলতা-সিঁদুর ও টিপ তৈরির কারখানা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাবরা থানার শ্রীনগরে কমল বণিকের কারখানায়। হাবরা থেকে দুটি এবং গোবরডাঙা থেকে দমকলের ইঞ্জিন প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। পুলিশ ও দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছিল এই আগুন। |