বরুণ-হত্যায় দোষীদের সাজা কবে, ফুঁসছে সুটিয়া
ক বছর ধরে ক্ষোভ বাড়ছে।
অভিযুক্তেরা সকলে এখনও গ্রেফতার না হওয়া এবং সিআইডি তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ। সিবিআই তদন্ত নিয়ে প্রশাসন কোনও উচ্চবাচ্য না করায় ক্ষোভ। ধৃতদের এখনও সাজা না হওয়ায় ক্ষোভ। ক্ষোভের পাহাড় জমেছে সুটিয়ায়।
সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী তথা ওই ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা ‘প্রতিবাদী মঞ্চ’-এর সম্পাদক বরুণ বিশ্বাস খুনের ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে আজ, শুক্রবার। গত বছর এই দিনেই গোবরডাঙা রেল স্টেশনের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শিয়ালদহের মিত্র ইনস্টিটউশন (মেন)-এর বাংলার শিক্ষক, বছর আটত্রিশের বরুণ। এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে সিআইডি। গত বছর ২৯ সেপ্টেম্বর বনগাঁ আদালতে জমা দেওয়া ১০০ পাতার চার্জশিটে ১০ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনে সিআইডি। তাদের মধ্যে তিন জন পলাতক। সম্প্রতি আদালতে চার্জগঠন হয়েছে। শুরু হয়েছে শুনানি-প্রক্রিয়া।
আজ, শুক্রবারই বনগাঁ আদালতে ওই মামলার শুনানি রয়েছে। অভিযোগকারী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা বরুণের দাদা অসিতবাবুর। তবু খুশি নয় সুটিয়া। তবু, ‘প্রতিবাদী মঞ্চ’-এর মহিলারা এ দিন আদালত চত্বরে অবিলম্বে দোষীদের চরম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন। কিন্তু কেন এত অসন্তোষ?
প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার বলেন, “খুনের মূল চক্রীরাই এখনও অধরা। বিচার-পর্বও চলছে ধীর গতিতে। রাজ্য পুলিশ যে তদন্ত করছিল, তার বাইরে সিআইডি একটুও এগোতে পারিনি। আমরা সিবিআই তদন্ত দাবি করেছিলাম।” বরুণের কাকা অতুলচন্দ্র বিশ্বাসের ক্ষোভ, “কবে বিচার পাব? সেই দিনের অপেক্ষা করে রয়েছি।”
বনগাঁ আদালতে ওই মামলার সরকারি আইনজীবী সমীর দাস অবশ্য দাবি করেছেন, “মামলার দ্রুত নিষ্পত্তির জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কেউ জামিন পায়নি। সাক্ষীরা নির্দিষ্ট দিনে সাক্ষ্য দিতে এলেই দ্রুত মামলার নিষ্পত্তি হবে।”
২০০০-২০০৩ সাল পর্যন্ত গাইঘাটার সুটিয়ায় একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটে। একই সঙ্গে ছিল শ্লীলতাহানি, খুন, তোলাবাজি। মোট ৩২টি মামলা রুজু করে পুলিশ। মোট অভিযুক্ত ছিল ৩৮ জন। গণধর্ষণের ঘটনায় সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালি, রমেশ মজুমদার, রিপন বিশ্বাস, অনিল বালা এবং লক্ষ্মণ তরফদার নামে ছ’জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এর মধ্যে সুশান্ত চৌধুরী দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বসে বরুণ খুনের ছক কষে বলে অভিযোগ ওঠে। সিআইডি সুশান্তকেও ওই মামলায় যুক্ত করে। ধৃতদের মধ্যে এক নাবালক। তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে বিধাননগরের জুভেনাইল আদালত।
সুটিয়া-কাণ্ডের বিচারেও দেরির অভিযোগ তুলেছে প্রতিবাদী মঞ্চ। মঞ্চ সূত্রে জানা গিয়েছে, ৩২টি মামলার মধ্যে ২৪টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। বারাসত আদালতে তিনটি এবং বনগাঁ আদালতে পাঁচটি মামলা চলছে। কোথাও বিচারক পাল্টে যাওয়া, কোথাও আইনজীবীর সমস্যা, কোথাও শুনানির দিন পিছিয়ে যাওয়া এর কারণ বলে মনে করছেন মঞ্চের সদস্যেরা।
দোষীদের চরম শাস্তির দাবিতে ‘প্রতিবাদী মঞ্চ’-এর মহিলারা একজোট হয়েছেন। মঞ্চের মহিলা শাখার যুগ্ম সভানেত্রী শোভা বাগচী বলেন, “বরুণ আমাদের আদর্শ। শুধু সুটিয়ার মধ্যে আমরা নিজেদের আবদ্ধ না রেখে যেখানেই নারী নির্যাতন হবে সেখানে গিয়েই আমরা নির্যাতিতাদের পাশে দাঁড়াব।” মঞ্চের উদ্যোগে আজ সুটিয়ায় বরুণের স্মরণসভা আয়োজন করা হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তী ইতিমধ্যেই বরুণের জীবন-কাহিনি নিয়ে ‘প্রলয়’ নামে একটি ছবি বানিয়েছেন। আজ, সুটিয়ায় সেই ছবির ট্রেলার দেখানো হবে। বরুণের ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগেও আজ বিকেলে ভারতসভা হলে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। বরুণের স্কুলের সামনেও অনুষ্ঠান হবে।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.