টুকরো খবর |
পল্টুর কফিনের অপেক্ষায় গ্রাম |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ন্যাটো বাহিনীর রাঁধুনির কাজ করতে গিয়ে ভারতীয় সময় মঙ্গলবার ভোরে কাবুলে তালিবানি হামলায় প্রাণ হারান রানাঘাটের শ্রীনাথপুরের বছর সাতাশের যুবক কৌশিক চক্রবর্তী। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকার ছায়া নেমেছে। শোকস্তব্ধ চক্রবর্তী পরিবার। মৃত্যুর দু’দিন পরেও কৌশিকবাবুর কফিনবন্দি দেহ ফিরে আসা নিয়ে দোলাচলে তাঁর পরিবার। প্রশাসনের কাছে হত্যে দিয়েও কোনও সুস্পষ্ট প্রতিশ্রুতি পাচ্ছে না নিহত কৌশিক চক্রবর্তী ওরফে পল্টুর পরিবার। বৃহস্পতিবার তাঁর বাড়ির লোকজন দেখা করেন রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফের সঙ্গে। যদিও মহকুমা পুলিশ আধিকারিক জানাচ্ছেন, এ ব্যাপারে তাঁর বিশেষ করণীয় নেই। ভারতীয় দূতাবাস মৃত্যুর খবরও জানায়নি। নিহতের বাবা সুশান্ত চক্রবর্তী পেশায় বন দফতরের কর্মী। ছেলের শোকে ভেঙে পড়েছেন প্রৌঢ়। কান্না ভেজা গলায় তিনি বলেন, “বৌমাকে এখনও দুঃসংবাদ দিইনি। জীবিত অবস্থায় ছেলেকে আর কোনও দিন দেখতে পাবো না। কিন্তু ছেলের মরা মুখটাই যে কবে এসে পৌঁছবে বুঝতে পারছি না।” পাড়া-পড়শিরা ঘরের ছেলের বিদেশ বিভুঁইয়ে বেঘোরে মৃত্যুতে শোকাহত। পাড়ায় শোকের ছায়া নেমেছে। সকলেই ঘরের ছেলে পল্টুর কফিনবন্দি দেহের অপেক্ষায় দিন গুনছেন।
|
পুরনো খবর: কাবুলে তালিবান হামলায় মৃত্যু রানাঘাটের যুবকেরও
|
ভোটের ঠেলায় পিছোল পরীক্ষা |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বার বার দু’বার। পঞ্চায়েত ভোটের জন্য স্নাতক স্তরের পরীক্ষা ফের পিছিয়ে দিতে বাধ্য হল কল্যাণী বিশ্ববিদ্যালয়। দু’দফায় পিছোনোর পর বিশ্ববিদ্যালয়ের বিএ, বিকম এবং বিএসসি প্রথম বর্ষের জেনারেল ও অনার্সের পরীক্ষা শুরু হবে ২ অগস্ট থেকে। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়াও ভোটের দরুন বিএড-এর অসমাপ্ত পরীক্ষাগুলি এবং এমএ, এম.কম এবং এমএসসি-র ১৯টি বিভাগের দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টারের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। জুন-জুলাই মাসের পরিবর্তে এই পরীক্ষাগুলি হবে আগামি ২ অগস্ট থেকে। অন্যদিকে চলতি মাসের ৮ তারিখ থেকে বিএ, বিকম এবং বিএসসি প্রথম ও তৃতীয় বর্ষের ক্লাস শুরু হবে। এ খবর জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “উচ্চ শিক্ষা সংসদের বেধে দেওয়া নিয়মকে মান্যতা দিতেই ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
ছাত্র সংঘর্ষে জখম এক |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কলেজ প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলাকালীন এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ নিজেদের মধ্যে গন্ডগোলে জড়িয়ে পড়ল। বেথুয়াডহরি কলেজে বৃহস্পতিবার ভর্তি চলছিল। এসএফআই-য়ের নাকাশিপাড়া জোনাল কমিটির সম্পাদক হোসেন মহম্মদ এরসাদের অভিযোগ, “আমাদের সমর্থকরা গলায় সংগঠনের ব্যাজ ঝুলিয়ে ভর্তি হতে আসা পড়ুয়াদের সাহায্য করছিল। কিন্তু জনা কয়েক টিএমসিপি সমর্থক তাদের ব্যাজ ছিনিয়ে নিতে যায়। প্রতিবাদ করলে আমাদের তিন সমর্থককে পেটানো হয়। একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” টিএমসিপি-র জেলা সভাপতি জয়ন্ত পালের পাল্টা নালিশ, “এসএফআই-য়ের ছেলেরা আমাদের সমর্থকদের ব্যাজ ছিঁড়তে গেলে দু’পক্ষের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক অলোক দাস বলেন, “সামান্য একটা ঝামেলা হয়েছে। তবে তা বিশদে জানি না। পুলিশকে খবর দেওয়া হয়।”
|
বেহাল নিকাশী জলমগ্ন গ্রাম |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও তার উপর নিকাশী ব্যবস্থার বেহাল দশার দরুন বেলডাঙার জানকীনগরের পূর্বপাড়ার প্রায় কুড়িটি বাড়ি জলমগ্ন। জল ঢুকেছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ পথের মুখেও। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পশ্চিমপাড়ার তুলনায় পূর্বপাড়া এমনিতেই নীচু। গত বছর পাড়ায় একটি ড্রেন তৈরি হয়। কিন্তু তা পশ্চিমপাড়ার ড্রেনের সমান উঁচু করা হয়নি। তাই পূর্বপাড়ার জল পশ্চিমপাড়ার ড্রেনের সঙ্গে মিশতে পারে না। ফলে বৃষ্টি হলেই ড্রেন ছাপিয়ে জল বাড়িতে ঢোকে। গ্রামের বাসিন্দা রেজিনা বিবি বলেন, “বাড়ির নীচে জল থইথই করছে। দোতলার ছাদে ত্রিপল টাঙিয়ে রান্না করতে করছি।” গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্টু বিশ্বাস বলেন, “স্কুলমুখো রাস্তায় হাঁটু সমান জল। কয়েকদিন ধরে পড়ুয়াদের উপস্থিতির হার খুব কম।’’ বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের সুখেন হালদার বলেন, “নিকাশী ব্যবস্থার ক্রটির জন্য একটু বৃষ্টিতে এলাকায় জল জমছে। ভোটের পরেই সমস্যার সমাধান করা হবে।” বেলডাঙা-১ ব্লকের বিডিও সঞ্জয় বিশ্বাসের আশ্বাস, “সোমবার কয়েকজন প্রতিনিধিকে এলাকায় পাঠিয়েছিলাম। সমস্যা মেটানোর চেষ্টা চলছে।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক ভ্যানের একটি গাড়ি গাছে ধাক্কা মারলে মৃত্যু হয়েছে দুজন যাত্রীর। মৃতের নাম রাজা মণ্ডল (২৫) ও নুরজামাল শেখ (৫৫)। দুজনেরই বাড়ি নবগ্রামে। ওই ঘটনায় আহত হন ১০ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার পলসণ্ডা মোড়ের কাছে নবগ্রাম-খড়গ্রাম রাজ্য সড়কের উপরে দক্ষিণগ্রামে। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ, মুর্শিদাবাদ) মৃণাল মজুমদার বলেন, “ম্যাজিক ভ্যান গাড়িটি নবগ্রাম থেকে পলসণ্ডা মোড়ের দিকে আসছিল। যাত্রীবাহী ওই ভ্যান গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসার পথেই মারা যান নুরজামাল শেখ। পরে হাসপাতালে ভর্তির কিছু ক্ষণের মধ্যে মারা যান রাজা মণ্ডল।” ওই ঘটনায় ১০ জন জখম হন। তার মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পরেই চালক ও খালাসি পালিয়ে যায়। ভ্যান গাড়ি আটক করে থানায় নিয়ে এসে রাখা হয়েছে।
|
জলে ডুবে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বুধবার বিকেলে বড়ঞার আন্দিতে নকুল দাস (২১) নামে এক যুবক পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান। সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়। এ দিনই কান্দির বাগবাড়ির বাসিন্দা শঙ্কর মণ্ডল (৪৭) বিকেলে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান। রাতে তাঁর দেহ উদ্ধার হয়।
|
খুনের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ধুবুলিয়া-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বরকত শেখকে খুনের হুমকি দিয়ে মাওবাদী নামে পোস্টার পড়ে ছিল ধুবুলিয়ার বটতলা মসজিদের কাছে। বৃহস্পতিবার বিকেলে ওই পোস্টারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বরকত শেখ এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বাড়ির অদূরের এক বাগান থেকে বুধবার শ্যামল বাগদি (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের বাড়ি বড়ঞার সাটিতারা গ্রামে। অনেক দিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন ওই ব্যক্তি। পুলিশের অনুমান, শারীরিক কষ্টজনিত হতাশা থেকে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
|
লরির ধাক্কায় মৃত্যু |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটর বাইক আরোহীর। নাম সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (১৮)। বাড়ি রঘুনাথগঞ্জের গণকর এলাকায়। বৃহস্পতিবার সকালের সাগরদিঘি-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কের উপর খোজারপাড়া এলাকার ঘটনা। |
|