টুকরো খবর
পুলিশ-আবগারি কর্মীদের হেনস্থা
অবৈধ মদ বিক্রি চলছেই। পুলিশ-প্রশাসনে জানিয়েও লাভ হয় না। কখনও নাম-কা ওয়াস্তে তল্লাশিতে আসেন পুলিশ-আবগারির কর্মীরা। মদের দোকানের ঝাঁপ পড়ে না তাতে। এই নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ ছিল। বৃহস্পতিবার সকালে ভগবানপুর থানা এলাকার গোপীনাথপুর গ্রামে অভিযানে আসা একদল পুলিশ ও আবগারি কর্মীদের আটকে তাই বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বচসার সময় আবগারি কর্মীদের সঙ্গে আসা পুলিশকর্মীদের মারধরও করেন একাংশ গ্রামবাসী। তবে পুলিশ নিজেই তা মানতে চায়নি। গ্রামবাসী পার্থসারথি পণ্ডা, ভরত মান্না, ত্রিদিবেশ ত্রিপাঠীদের অভিযোগ, “আবগারি দফতর ও পুলিশের বাহিনী কয়েকটি মদের বোতল নিয়ে চলে যাচ্ছিল। তাদের ঘিরে ধরে তখন দোকানগুলিতে ফের তল্লাশি চালানোর দাবি জানানো হয়।” গ্রামবাসীদের হাতে হেনস্থা হওয়ায় অভিযোগ মেনে নিয়েছেন আবগারি দফতরের বাজকুল সার্কেলের আধিকারিক সৌমেন সাধুখা।ঁ তবে, তাঁর সাফাই, “এলাকাবাসীর অভিযোগ ঠিক নয়। তল্লাশিতে গেলে ওই দোকানগুলি থেকে কিছু বোতল বাজেয়াপ্ত করাই নিয়ম। তাই আনছিলাম আমরা। গ্রামবাসীরা মিছিমিছি হেনস্থা করল।”

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম ভজহরি মাহাতো (৫১)। তাঁর বাড়ি স্থানীয় আউলিগেড়িয়া গ্রামে। এ দিন দুপুর ১টা নাগাদ ভজহরিবাবু সাইকেলে গড়শালবনি ডাকঘরের দিকে যাচ্ছিলেন। লোধাশুলি-ঝাড়গ্রাম রাজ্য সড়ক পার হওয়ার সময় ঝাড়গ্রামগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে চম্পট দেয়। পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

ভুয়ো মাও-পোস্টার
ভুয়ো মাও-পোস্টারে উত্তেজনা ছড়াল দাসপুর থানার কলোড়ায়। বৃহস্পতিবার সকালে কলোড়া হাইস্কুলের দেওয়ালে গোটা তিনেক পোস্টার দেখতে পান এলাকার মানুষ। পোস্টারগুলিতে লেখা ছিল, এলাকায় সন্ত্রাস এবং দুর্নীতি চলবে না গোছের ভাসা ভাসা কথা। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে আনে। পুলিশের মতে, অনর্থক উত্তেজনা ছড়ানোর জন্যই পোস্টারগুলি সাঁটিয়েছে কেউ।

ধৃত তিন ডাকাত
তিন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে হলদিয়া উপনগরীর সংলগ্ন সেভেন্টিন মোড় থেকে বিষ্ণুরামচকের আনন্দ মাইতি, চকতারোয়ানের কালীপদ কর ও খেজুরির শম্ভু বৈদ্যকে হাতেনাতে ধরে পুলিশ। বৃহস্পতিবার তাদের হলদিয়া এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিনের পুলিশ হাজতের নির্দেশ দেন বিচারক।

পরীক্ষা পিছোল
বিশ্ববিদ্যালয়ে ডিএসও-র বিক্ষোভ
পঞ্চায়েত নির্বাচনের জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে গেল। ১৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের থ্রি টায়ার পার্ট-১ বিএ, বিএসসি এবং বি কম অনার্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তে পরীক্ষাগুলি হবে ৫ অগস্ট থেকে। পরীক্ষার সূচি কলেজ থেকে জানতে পারবেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও জানা যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কারণে কয়েকটি কলেজে নিরাপত্তারক্ষীরা থাকবেন। এই কারণেই পরীক্ষা পিছিয়েছে।

জামিনে মুক্ত হিমাংশু-সহ ৯
পঞ্চায়েত ভোটের মুখে নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে ধৃত খেজুরির সিপিএম নেতা হিমাংশু দাস-সহ ৯ জনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয়ন্ত বিশ্বাস ও সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। তবে, পূর্ব মেদিনীপুর জেলায় ঢোকার অনুমতি নেই কারও। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত প্রধান বলেন, “জেলার বাইরে থেকেই পঞ্চায়েত ভোটের কাজকর্ম সামলাবেন জামিনে মুক্ত নেতারা। সন্ত্রাস আর মিথ্যা মামলায় জড়িয়ে তৃণমূল আমাদের কর্মীদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।”

দুর্ঘটনায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম মিনতি সামন্ত (৪৫)। বাড়ি দাসপুর থানার গোপালপুরে। বৃহস্পতিবার সকালে ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলেঘাটায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাঁকে ধাক্কা মেরে চলে যায়। দুর্ঘটনার পরই উত্তেজিত বাসিন্দারা বেলেঘাটা বাসস্ট্যান্ডের কাছে ট্রাফিক পুলিশের দাবিতে অবরোধ করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.