চার দিন ধরে যন্ত্রাংশ (জেসিপি) খারাপ হয়ে পড়ে থাকলেও পুর কর্তৃপক্ষ যন্ত্র সারাতে উদ্যোগী হয়নি বলে অভিযোগ। যন্ত্র খারাপ হয়ে থাকায় ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে আবর্জনা সরিয়েগাড়ি ঢোকার রাস্তা করা যাচ্ছে না। তার জেরে বর্জ্য নিয়ে গাড়ি ভাগাড়ের ভিতরে গিয়ে আবর্জনা ফেলতে পারছে না বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ঘটনার জেরে অনেক ওয়ার্ড থেকে আবর্জনা তোলার কাজ ব্যহত হয়ে পড়েছে। যে সব গাড়ি আবর্জনা ফেলতে গিয়েছিল সেগুলি থেকে কর্মীরা নিরুপায় হয়ে ভাগাড়ের সীমানা পাঁচিলের বাইরে রাস্তার ধারে বর্জ্য ফেলে চলে এসেছেন। তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। এমনিতেই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় বাসিন্দারা অসন্তুষ্ট। লাগোয়া রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা যাতে না হয় সে জন্য সীমানা পাঁচিল দেওয়ার ব্যবস্থাও করা হয়। অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় এবং বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় এ দিনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সাফাই বিভাগের মেয়র পারিষদ কাজল চন্দ বলেন, “পরিস্থিতি সামলাতে শুক্রবারই সকালে দুটি জেসিপি ভাড়া নিয়ে কাজ করা হবে। যে সব আবর্জনা পাঁচিলের বাইরে ফেলা হয়েছে তা ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে নেওয়া হবে।” পরিস্থিতির জন্য সাফাই বিভাগের মেয়র পারিষদ তাদেরই ক্ষমতাসীন পুর বোর্ডকে দায়ী করেছেন। তাঁর কথায়, মাস দুয়েক আগেই সাফাই বিভাগের দায়িত্ব নিয়ে ডাম্পিং গ্রাউন্ডের জন্য আরও একটি জেসিপি এবং উন্নত যন্ত্র কিনতে বলেছিলাম। কর্তৃপক্ষ সে কথায় গুরুত্ব দেয়নি। যে একটি মাত্র ডেসিপি রয়েছে তা চার দিন ধরে খারাপ হয়ে থাকায় সমস্যা হচ্ছে। তার জেরে এই পরিস্থিতি হয়েছে।
সাফাইয় বিভাগের কর্মীদের একাংশ জানান, বোঝাই করে বর্জ্য নিয়ে গাড়িগুলি ভাগাড়ে ভিতরে চলে যায়। সেখানে আবর্জনা ফেলার পর জেসিপি দিয়ে আবর্জনাগুলি সরিয়ে দেওয়া হয় যাতে পরবর্তীতে গাড়িগুলি ভিতরে ঢুকে আবর্জনা ফেলতে পারে। অথচ দিন কয়েক ধরে জেসিপি খারাপ হয়ে পড়ে থাকলেও তা সারাতে উদ্যোগ নেননি সাফাই বিভাগ এবং কর্তৃপক্ষ। এ দিন শহরের ২৯, ৩০, ৩৮ নম্বর ওয়ার্ড-সহ অনেক জায়গা থেকেই অবর্জনা সরানোর কাজ ব্যহত হয়েছে। কাউন্সিলরদের অনেকেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ডাম্পিং গ্রাউন্ড এলাকার বাসিন্দাদের নিয়ে গঠিত সচেতনতা জাগরণ কমিটির সম্পাদক সুজিত বিশ্বাস জানান, পুর কর্তৃপক্ষ বরাবরই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখছেন না। এ দিন রাস্তার উপর আবর্জনা ফেলেছে পুরসভার সাফাইয়ের গাড়িগুলি। বর্ষায় জল কাদায় আবর্জনা ভরা ওই রাস্তায় চলাচল করা যাচ্ছে না।
|