নয়াগ্রামের কাশিয়া গ্রাম থেকে লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ উদ্ধার করল বন দফতর। কাঠ বহনকারী একটি ট্রাক্টরকে আটক করা হয়েছে। চালক অবশ্য পলাতক। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ জানান, বুধবার খবর পেয়ে সকাল ৮টা নাগাদ নয়াগ্রামের ফরেস্ট রেঞ্জ অফিসার অশোককুমার সেনের নেতৃত্বে নয়াগ্রাম, চাঁদাবিলা ও কেশররেখাএই তিনটি রেঞ্জের বনকর্মীরা কাশিয়া গ্রামে পৌঁছে যান। পুলিশ ও যৌথ বাহিনীর পাশাপাশি, স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বনকর্মীরা অভিযান চালান। ওই সময় গ্রামের একটি অংশে মজুত থাকা শালকাঠগুলি বাজেয়াপ্ত করে বন দফতর।
|
চা বাগানে ময়াল
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
চা বাগান থেকে ১১ ফুট দীর্ঘ ময়াল উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার ক্রান্তি লাগোয়া আনন্দপুর চা বাগানের ১৪ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। মালবাজার বন্যপ্রাণী স্কোয়াড কর্মীরা খবর পেয়ে বাগানের উদ্দেশে রওনা দেন। শ্রমিকরা ময়ালটি ধরে ফেলেন। তাঁরা বৈকন্ঠপুর ডিভিশনের আপালচাঁদ রেঞ্জ অফিসে গিয়ে সেটি বনকর্মীদের হাতে দেন। ময়ালটিকে কাঠামবাড়ির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
|
গন্ডার শিশুর মৃত্যু নগাঁওতে
সংবাদসংস্থা • গুয়াহাটি |
জঙ্গলে উদ্ধার একটি গন্ডার শিশুর মৃত্যু হল নগাঁওতে। বন বিভাগ সূত্রে খবর, মঙ্গলবার হাতিমূড়া পাহাড়ের কাছে জঙ্গলে একটি গন্ডার শাবককে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। বন বিভাগকে খবর দেওয়া হয়। কাজিরাঙার ডিএফও এস কে শীল শর্মা জানান, চিকিৎসকেরা শাবকটির চিকিৎসা শুরু করলেও তাকে বাঁচানো যায়নি। আজ সেটি মারা যায়।
|