টুকরো খবর |
বিধায়কের ভাইয়ের দেহ উদ্ধার
সংবাদসংস্থা • গুয়াহাটি |
রাস্তা থেকে উদ্ধার করা হল মণিপুরের এক বিধায়কের ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁকে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশ জানায়, বিধায়ক ডি কে করুংথাং-এর ভাই ডি কে জামেসের দেহ থৌবাল জেলার কাকচিং-এ উদ্ধার করা হয়েছে। লেইচিং মিনোউয়ের বাসিন্দা জামেস। তিনি গ্রামসভারও সদস্য ছিলেন। খুনোই তাবি চিং-এর রাস্তায় তাঁর দেহ পড়েছিল। পুলিশ জানিয়েছে, তাঁর মাথা ও ঘাড়ে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের কাছে তাঁর মোটরসাইকেল পড়ে ছিল। তবে জামেসের মানিব্যাগ মেলেনি। গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক নাগা জঙ্গির। ঘটনাটি ঘটেছে ডিমাপুরে। পুলিশ জানায়, গতকাল রাতে থিলিখু ও সোভিমার সীমানায় পুখায়ি সেমা নামে খাপলাং বাহিনীর ওই জঙ্গির গুলিবিদ্ধ মৃতদেহ মেলে।
|
মুলায়ম-বিরোধিতায় অনড় বেণীপ্রসাদ |
প্রয়োজনে কংগ্রেস ছাড়তে পারেন তিনি, তবে মুলায়ম সিংহ যাদবের সমালোচনা বন্ধ করবেন না। বৃহস্পতিবার জানালেন ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ বর্মা। মঙ্গলবার সপা প্রধান মুলায়ম সম্পর্কে বেণী বলেন, “মুলায়ম যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তা হলে আগে তাঁর প্রধানমন্ত্রীর বাড়ির ঝাড়ুদারের চাকরিটা পাওয়ার চেষ্টা করা উচিত।” সে দিনই কংগ্রেস জানিয়ে দিয়েছিল, বেণীর এই মন্তব্য তাঁর ব্যক্তিগত। ফের এমন মন্তব্য করলে তাঁকে দল থেকে তাড়ানো হতে পারে। বৃহস্পতিবার ইস্পাতমন্ত্রী জানান, দলের শীর্ষনেতৃত্বের এই আচরণে তিনি অপমানিত। ২০০৯-এ সপা ছেড়ে কংগ্রেসে আসেন বেণী। তার পর থেকে প্রায়ই মুলায়মের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন তিনি। কিন্তু কেন্দ্রে দলের অন্যতম জোটসঙ্গী হিসেবে সপার গুরুত্ব বুঝেই নিজের দলের মন্ত্রীকে সতর্ক করে কংগ্রেস।
|
শাকিলের নির্দেশেই সালেমকে গুলি |
দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিলের নির্দেশেই আবু সালেমের উপর হামলা চালায় দেবেন্দ্র বাবুরাও জগতাপ। বৃহস্পতিবার সে কথা স্বীকার করেছে সে। মুম্বই পুলিশের দাবি, এপ্রিলে ছোটা শাকিলের সঙ্গে দু’বার ফোনে তার কথা বলিয়ে দিয়েছিল মনোজ লাহমানে নামের এক কয়েদি। সালেমকে খুন করতে পারলে জগতাপকে মুম্বইয়ে ডি-কোম্পানির কারবার দেখাশোনার দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল শাকিল। মনোজ জেল থেকে ছাড়া পেয়ে ২ মে দেখা করতে আসে দেবেন্দ্রর সঙ্গে। তখনই পিস্তলটি দেবেন্দ্রকে দেওয়া হয়। এই স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মনোজকে। আপাতত সে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হেফাজতে।
|
পুরনো খবর: জেলে গুলিবিদ্ধ আবু সালেম |
রেল ঘুষ কাণ্ডে স্বস্তিতে বনশল |
রেল ঘুষ কাণ্ডে প্রাক্তন রেলমন্ত্রী পবনকুমার বনশলকে ক্লিনচিট দিল সিবিআই। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছে তদন্তকারী সংস্থা। তবে সরকারপক্ষের সাক্ষী হিসেবে প্রাক্তন রেলমন্ত্রীকে হাজির করতে চায় সিবিআই। বনশলের ভাগ্নে বিজয় সিংলা ঘুষ নিয়ে রেলের উচ্চপদে নিয়োগে প্রভাব খাটানোর প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। সিংলা ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন রেল কর্তা মহেশ কুমার।
|
দিল্লি ধর্ষণে চালকের জিম্মায় ছিল বাস |
যে বাসে দামিনীকে ধর্ষণ করা হয়েছিল, তা মালিকের কাছে নয়, চালকের কাছেই ছিল, জানালেন বাসটির মালিক দীনেশ যাদব। বাসটিকে বেআইনিভাবে নথিভুক্ত করে দিল্লির রাস্তায় চালানোর অভিযোগে এত দিন তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। দায়রা আদালতে দীনেশ জানান, দীর্ঘদিন ধরেই বাস মালিক রাম সিংহের হেফাজতে ছিল বাসটি। দামিনীকে ধর্ষণের আগে যে ছুতোরের টাকা-পয়সা লুঠ করা হয়েছিল, আদালতে অভিযুক্ত চার জনকে শনাক্ত করেন তিনি।
|
পুরনো খবর: চলন্ত বাসে গণধর্ষণ, বন্ধু -সহ তরুণীকে ছুড়ে ফেলা হল পথে |
বিয়ে করার মাসুল প্রাণ |
দলিত ইলাভারসন আর বানিয়ার দিব্যার বিয়ে হয়েছিল নভেম্বরে। কিন্তু তা মানতে পারেননি উচ্চবর্ণের অনেকেই। তামিলনাড়ুর ধর্মাপুরী জেলার দলিত-অধ্যুষিত তিনটি গ্রামে আগুন ধরিয়ে দেয় তারা। আত্মঘাতী হন মেয়ের বাবা। এ ভাবেই আট মাস কেটে গিয়েছে কোনও মতে। কিন্তু বাধ সাধলেন মেয়ের মা। মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে, এই অভিযোগ দায়ের করেন তিনি। মাদ্রাজ হাইকোর্টে ১ জুলাই দিব্যা জানায়, আপাতত মায়ের কাছেই থাকতে চায় সে। তার পরই বৃহস্পতিবার রেল লাইনের ধার থেকে উদ্ধার হল ইলাভারসনের দেহ।
|
সিআরপিতে বদল |
সিআরপিএফে আইজি, অপারেশনস হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার জুলফিকার হাসান। সম্প্রতি ছত্তীসগঢ়ে সিআরপিএর মাওবাদী-দমন অভিযানের দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়াও কয়েকটি পরিবর্তন হয়েছে ওই বাহিনীর শীর্ষ নেতৃত্বে। রসদ ও গোয়েন্দা দফতরের প্রধান হচ্ছেন বর্তমান আইজি, অপারেশনস পঙ্কজকুমার সিংহ। মাওবাদী মোকাবিলার বিশেষ বাহিনী কোবরার নতুন প্রধান হচ্ছেন ভি এস যাদব।
|
বাড়ি ভেঙে মৃত |
একটি দু’তলা কাপড়ের কারখানা ভেঙে পড়ে মারা গেলেন তিন কর্মী। জখম ১৩। আটকে ১৩ জন। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ভিন্ডির ঘটনা। বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার সময় বাড়িটিতে প্রায় ৪০ জন কর্মী ছিলেন। |
|