|
|
|
|
লিঙ্গ-সচেতনতার পাঠ সিবিএসইতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গ-সহ সারা দেশেই নারী-নিগ্রহ বাড়ছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের লিঙ্গ-সচেতনতার পাঠ দিতে উদ্যোগী হয়েছে সিবিএসই। পৃথক বিষয় হিসেবে নয়। পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ের মধ্য দিয়েই এই পাঠ দেওয়া হবে বলে বৃহস্পতিবার সাউথ পয়েন্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানান সিবিএসই-র চেয়ারম্যান বিনীত জোশী। |
|
কেন লিঙ্গ-সচেতনতার পাঠ দরকার, তা ব্যাখ্যা করে জোশী বলেন, “সামাজিক অগ্রগতির জন্য উভয় লিঙ্গেরই পরস্পরের প্রতি সম্মান থাকা দরকার। এ ছাড়া সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য এই পাঠ চালু করার প্রয়োজন আছে।” কোন শ্রেণিতে কী পদ্ধতিতে এই পাঠ দেওয়া যায়, তার নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হবে। আজ, শুক্রবার দুর্গাপুরে একটি স্কুলে এই বিষয়ে বিভিন্ন স্কুলের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করবেন বোর্ড-কর্তৃপক্ষ।
সাউথ পয়েন্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু’টি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যসূচি চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিবিএসই-র পাঠ্যক্রম মেনেও পঠনপাঠন শুরু হয়েছে। জোশী জানান, গোটা দেশেই সিবিএসই-তে পঠনপাঠনের আগ্রহ বাড়ছে। এ ক্ষেত্রে রাজ্যের চিত্রটা ঠিক কী, তা জানাতে পারেননি চেয়ারম্যান। |
|
|
|
|
|