শিল্পের চাকা দ্রুত এগিয়ে নিয়ে যেতে বুধবারই ঋণে সুদ কমাতে ব্যাঙ্কগুলির কাছে আর্জি জনিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। একদিন পরেই বৃহস্পতিবার সেই সুরেই নিজের মত জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও। সুব্বারাও বলেন, “স্বল্প মেয়াদে সুদ কমানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক যখন ব্যবস্থা নেয়, তখন তার সঙ্গে তাল মিলিয়ে ব্যাঙ্কগুলি সাড়া দেবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সব ব্যাঙ্কের কাছ থেকে সবসময়ে সাড়া মেলে না।” আরবিআই কর্তা এ প্রসঙ্গে কবুল করেন, আর্থিক বৃদ্ধির স্বার্থে কী করা উচিত, সে ব্যাপারে শীর্ষ ব্যাঙ্ক ‘অত্যন্ত সচেতন’। তবে যত তাড়াতাড়ি নীতিগত রদবদল হওয়া উচিত, বিভিন্ন দায়বদ্ধতার কারণে তার থেকে ঢিমেতালে চলতে হয় রিজার্ভ ব্যাঙ্ককে। বেস রেট ৩০ বেসিস পয়েন্ট কমানোর কথা এ দিন জানাল কানাড়া ব্যাঙ্ক। নয়া হার ৯.৯৫%। বুধবারই সুদ কমিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। |
অনলাইনে প্রভিডেন্ট ফান্ডের টাকা হস্তান্তরে নয়া আবেদনপত্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অ্যাকাউন্টের টাকা হস্তান্তর প্রক্রিয়া সরল করার পথে এক ধাপ এগোল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ই পি এফ ও)। এই লক্ষ্যে ইন্টারনেটের মাধ্যমে এবং পাশাপাশি সাধারণ ভাবে জমা দেওয়ার জন্য নয়া আবেদনপত্র চালু করেছে তারা। তবে অনলাইনে ফর্ম জমা করলেই দ্রুত হস্তান্তর সম্ভব হবে বলে দাবি সংস্থার। বর্তমানে চাকরি বদলের ক্ষেত্রে চিরাচরিত আবেদনপত্র (কাগজের মাধ্যমে) জমা দিয়ে পিএফের টাকা নতুন সংস্থার অ্যাকাউন্টে হস্তান্তর করতে নিয়ম অনুযায়ী ৩০ দিন সময় লাগে। শুধু নতুন নিয়োগকর্তার সম্মতি নিয়েই ওই আবেদন করতে হয়। ইপিএফও-র দাবি, ইন্টারনেটের মাধ্যমে ওই ফর্ম জমা দিলে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং নয়া নিয়মে সে ক্ষেত্রে পুরনো বা নতুন যে কোনও সংস্থার সায় থাকলেই চলবে। তবে এ জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তার ডিজিটাল সিগ্নেচার (বৈদ্যুতিন মাধ্যমে সই) থাকা বাধ্যতামূলক।
নতুন আবেদনপত্রের নাম ‘ট্রান্সফার ক্লেম ফর্ম’। বর্তমানে তা ‘ফর্ম ১৩’ নামে পরিচিত।
|
ইউবি-ডিয়াজিও
সংবাদসংস্থা • লন্ডন |
ইউনাইটেড স্পিরিট্স (ইউবি)-এর ২৫% শেয়ার কেনার প্রক্রিয়া সম্পূর্ণ করল ব্রিটিশ মদ বহুজাতিক ডিয়াজিও। গত নভেম্বরে তারা সরাসরি ইউবি-র ২৭.৪% শেয়ার কিনবে বলে ঘোষণা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তুলনায় কমই হাতে নেওয়া হয়েছে বলে এ দিন জানায় ডিয়াজিও। সংস্থার দাবি, এ বার বিজয় মাল্যর ইউবি-র পরিচালনার মান তারা নিজস্ব নীতি অনুযায়ী উন্নত করতে উদ্যোগী হবে।
|
জেট-এতিহাদ চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই বিদেশি লগ্নির নির্দেশিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি করল আরবিআই। বিদেশি সংস্থার মালিকানা ও নিয়ন্ত্রণের সংজ্ঞা এতে স্পষ্ট করা হয়েছে। |