ব্যবসায়ীর মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
দুষ্কৃতীদের হানায় জখম বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকার এক ব্যবসায়ীর মৃত্যু হল বর্ধমান মেডিক্যালে। ওই খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ময়ূরেশ্বরের দক্ষিণগ্রাম বাসস্ট্যান্ডে কান্দি-মল্লারপুর রাস্তা অবরোধ করেন ব্যবসায়ী ও বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ৯-১০ জনের দুষ্কৃতীদের একটি দল ক্রেতা সেজে ব্রজগোপাল পাত্রের সোনার দোকানে ঢুকেছিল। সার্টার বন্ধ করে সোনা-রূপোর গয়না ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা ব্রজগোপালবাবুর পায়ে গুলি করে এবং মাথার ভোজালির কোপ মেরেছিল। এলাকার বাসিন্দারা পিছু নিলে তারা বোমাবাজি করে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় ব্রজগোপালবাবুকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ওই দিন রাতে বর্ধমানে রেফার করা হয়। বুধবার তাঁর মৃত্যু হয়। ওই খবর গ্রামে পৌঁছতেই বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ শুরু করেন। দুপুর ২টো নেগাদ পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। বাসিন্দাদের দাবি, ব্রজগোপালবাবু দুষ্কৃতীদের চিনে ফেলেছিলেন। মৃত্যুর আগে তাদের কয়েক জনের নামও জানিয়ে যান। অথচ পুলিশ তাদের ধরতে পারেনি। অবশ্য পুলিশের দাবি, পাঁচ জনের নামে অভিযোগ হয়েছে। তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে। |
স্কুলে ছাত্র বিক্ষোভ, দরজায় পড়ল তালা
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
ইউনিফর্ম পরে না আসায় কিছু পড়ুয়াকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এই অভিযোগে বিক্ষোভ দেখিয়ে দরজায় তালা ঝুলিয়ে দিল ওই ছাত্রেরা। বৃহস্পতিবার বরাবাজার থানার সিন্দরি হাইস্কুলের ঘটনা। এ দিন দুপুরে স্কুলে গিয়ে দেখা যায় জনা পঞ্চাশেক ছাত্র স্কুলের গেটের কাছে বিক্ষোভ দেখাচ্ছে। দ্বাদশ শ্রেণির রাজীব মাহাতো দূর্গাচরণ মাহাতোদের দাবি, “দারিদ্রের কারণে আমরা স্কুলের ইউনিফর্ম কিনতে পারিনি। সাধারণ পোশাকে আসায় স্কুল কর্তৃপক্ষ আমাদের বের করে দিয়েছেন।” প্রধানশিক্ষক অমিয় মাহাতোর দাবি, “বের করে দেওয়ার অভিযোগ ঠিক নয়। আমাদের ধারণা বহিরাগত কিছু ছেলে পড়ুয়াদের সঙ্গে স্কুলে ঢুকে অশান্তি পাকাচ্ছে। সম্প্রতি স্কুল থেকে চার পড়ুয়ার সাইকেল চুরি গিয়েছে। তাই কিছু সাবধানতা নেওয়া হয়েছে।” তিনি জানা, শনিবার এ বিষয়ে স্কুল পরিচালন সমিতি অভিভাবকদের নিয়ে বৈঠকে বসবেন। এ দিন বিক্ষোভের জেরে স্কুলে পঠনপাঠন ব্যহত হয়। পরে পুলিশ আসার খবর পেয়ে পড়ুয়ারা তালা খুলে দেয়। |