এ বার ভোটে অপর্ণা সেন
নিজস্ব সংবাদদাতা • আড়শা |
এ বার ভোটে দাঁড়িয়েছেন অপর্ণা সেন। আড়শায় জেলা পরিষদের এই তৃণমূল প্রার্থী নামে দেওয়াল লেখা দেখা অনেকই ভ্রূ কোঁচকাচ্ছেন। টলিউড ছেড়ে শেষে রীনাদি এই পুরুলিয়ায়! দলের কর্মীরাই ভুল ভাঙিয়ে দিচ্ছেন। বলছেন, “ইনি অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন নন। আড়শার ঘরের মেয়ে।” এক রসিক ভোটারের মন্তব্য, “তৃণমূলের হয়ে তো অনেক সেলিব্রিটিই প্রার্থী হন। তাই নাম দেখে ভেবেছিলাম পিছিয়ে পড়া এলাকায় হয়ত দিদি অভিনেত্রী অপর্ণা সেনকেই প্রার্থী করেছেন! |
মেঘের সঙ্গে লুকোচুরি
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
দলের কর্মীদের নিয়ে এলাকায় পদযাত্রার কথা ছিল সাত সকালেই। আকাশে মেঘ জমতেই কিছু কর্মী গা ঢিলে দেন। মেঘ একটু সরতেই সেই কর্মীদের জোর খোঁজাখুঁজি শুরু করে দিলেন কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া। মেঘলা দিনে জল-কাদা রাস্তায় আবার প্রচার! প্রশ্ন কিছু কর্মীর মনে। তা যেন জানতে পেরেই স্বপনবাবুর হুকুম, “ওরে মেঘকে ভরসা নেই। মেঘের সঙ্গে লুকোচুরি খেলেই আমাদের প্রচার সারতে হবে। হাতে যে সময় নেই।” |
দেওয়ালে চুন
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
দেওয়াল জুড়ে ছিল ঘাস-ফুলের ছবি। নানা রঙে লেখা হয়েছিল প্রার্থীদের নাম। কিন্তু ক’দিন আগে রাতের অন্ধকারে সেই দেওয়াল লিখন কারা চুন গোলা দিয়ে মুছে দেয়। এই নিয়ে বরাবাজারের বেড়াদা গ্রামে ক’দিন জোর গুঞ্জন চলল। তৃণমূলের দাবি, এ কাজ এলাকার বাম কর্মীদের দুষ্টুমি। জনা কয়েক বাম কর্মীকে পাকড়াও করে তাঁরা নাকি বকাঝকাও করেন। এক ছোঁটকাটা বাসিন্দার মন্তব্য, মনে হয় ছোট ছেলেদের কাজ ভেবেই হয়ত ওরা শুধু বকাঝকা করেই ছেড়ে দিল। |