আসানসোল-দোমহানি রুটের একটি মিনিবাস থেকে বুধবার এক মহিলার ব্যাগ চুরি গিয়েছিল বলে অভিযোগ। তার জেরে বাসচালক, কন্ডাক্টর ও বাসের খালাসিকে গালি দেন এলাকার বাসিন্দারা। বাসটিকেও আটক করে বারাবনি থানায় নিয়ে যান তাঁরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার ওই রুটের সমস্ত মিনিবাস চালানো বন্ধ করে দিলেন বাসমালিকেরা। এতে সমস্যায় পড়েছেন এলাকাবাসী।
ওই বাসের মালিক যাদব মাজি জানান, বুধবার আসানসোল থেকে দোমহানি যাওয়ার পথে এক মহিলার একটি ব্যাগ চুরি যায় বলে অভিযোগ ওঠে। তিনি দোমহানি এলাকার নিজের প্রতিবেশীদের বিষয়টি জানানোর পরেই বেশ কয়েকজন যুবক মিনিবাসটিকে আটক করে চালক, খালাসি ও কন্ডাক্টরকে গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপর বাসটিকে বারাবনি থানায় নিয়ে যাওয়া হয়। যাদববাবু সংগঠনের সদস্যদের নিয়ে বারাবনি থানায় যান। কিন্তু ওই মহিলার আত্মীয় পরিজনেরা দাবি করেন, খোওয়া যাওয়া ব্যাগটিতে মূল্যবান সম্পত্তি ছিল। ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা না দিলে ওই রুটে বাসটিকে চলতে দেওয়া হবে না। যাদববাবুর দাবি, “আমার বাস থেকে ওই মহিলার ব্যাগ চুরি হয়েছে তার কোনও প্রমাণ নেই। এই টাকা দিতে পারব না বলে জানিয়ে এসেছি।’’
আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়ের বক্তব্য, অন্যায়ভাবে মিনিবাসটিকে আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ওই রুটের সব মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়। সুদীপবাবু বলেন, “আমরা প্রশাসনের কাছে সমাধানের দাবি জানিয়েছি।” পুলিশ জানায়, দু’পক্ষকে নিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করা হবে। |