দেবযানীকে পীড়নের অভিযোগ কমিশনে |
ছাত্র সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য |
দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে বুধবার উত্তেজনা ছড়াল আশুতোষ কলেজ ও আশপাশের এলাকায়। এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানিয়েছে ভবানীপুর থানায়। পুলিশ জানায়, কলেজের অধ্যক্ষ দীপক করের কাছে স্মারকলিপি জমা দেওয়াকে ঘিরে ঝামেলার সূত্রপাত। প্রথমে কথা কাটাকাটি, পরে কলেজের বাইরে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ জানায়, টিএমসিপি-র এক জন ও এসএফআই-এর তিন জন জখম হন। এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য পহেলি সাহার অভিযোগ, ফি বৃদ্ধি-সহ কিছু বিষয়ে প্রতিবাদ জানাতে ইউনিট সভাপতি তীর্থ সাহার নেতৃত্বে এ দিন একদল ছাত্র অধ্যক্ষকে স্মারকলিপি দিতে যান। অভিযোগ, তা জমা দিয়ে বেরিয়ে এলে টিএমসিপি-র একটি দল তাঁদের সমর্থক ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। অধিকাংশই বহিরাগত বলে দাবি পহেলির। এমনকী, এক দল ছেলে মেয়েদের ধাক্কা দেয় বলেও অভিযোগ। যদিও টিএমসিপি-র রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা এসএফআই-এর সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা অভিযোগ, “এসএফআই-এর ছেলেরা বহিরাগতদের এনে স্মারকলিপি দেওয়ার নাম করে অধ্যক্ষকে হেনস্থা ও ঘেরাও করে। আমাদের ছেলেরা অধ্যক্ষের অপমান সহ্য করেনি। তাই তাদের সরাতে গিয়ে ঝামেলা হয়েছে।”
|
এক মাস পিছিয়ে গেল তৃণমূলের শহিদ দিবস |