টুকরো খবর
ফের ৬০ পেরোল ডলার, পড়ল সূচক
টানা তিন দিন পড়ল টাকার দাম। বুধবার তা নামল আরও ৫৫ পয়সা। ফলে ফের ৬০-এর ঘরে ঢুকে পড়ল ডলার। দিনের শেষে তার দর দাঁড়াল ৬০.২১ টাকা। দিন খারাপ গেল শেয়ার বাজারেরও। এক ধাক্কায় ২৮৬.০৬ পয়েন্ট নেমে গেল সেনসেক্স। থিতু হল ১৯,১৭৭.৭৬ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন অর্থনীতি যখন কিছুটা মুখ তুলছে, তখন অনিশ্চয়তা মাথা চাড়া দিচ্ছে বিশ্বের অন্যান্য অনেক প্রান্তে। চিনে ঢিমে হচ্ছে বৃদ্ধির গতি। মিশরে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। সরকারি খরচ ছাঁটাইয়ের বিরোধিতা করে পদত্যাগ করেছেন পর্তুগালের বিদেশ মন্ত্রী। এ অবস্থায় তুলনায় নিরাপদ ডলারে লগ্নি সরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। যার জেরে এ দিন পড়েছে টাকা। এই সব অনিশ্চয়তার কারণে পড়েছে ভারত-সহ নানা দেশের শেয়ার বাজারও। তার উপর আবার বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম পৌঁছেছে ব্যারেল পিছু ১০৫ ডলারে। অনেকেরই আশঙ্কা, এর ফলে চলতি খাতে বাণিজ্য লেনদেন ঘাটতি সামলাতে আরও সমস্যা হবে দিল্লির। এর প্রভাবও এ দিন টেনে নামায় টাকা আর সূচককে।

পুরনো খবর:
ভারতে আন্তর্জাতিক উড়ান চালুর নিয়ম নিয়ে প্রশ্ন এয়ার এশিয়ার
ভারতে আন্তর্জাতিক উড়ান চালুর নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন এয়ার এশিয়ার সিইও টনি ফার্নান্ডেজ। তাঁর অভিযোগ, এখানে ওই উড়ান চালানোর অনুমতি পেতে আগে দেশে বিমান পরিষেবা দিতে হয় অন্তত পাঁচ বছর। সংস্থার হাতে থাকতে হয় কমপক্ষে ২০টি বিমান। সেখানে মালয়েশিয়ায় একটি বিমান থাকলেও আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে পারে কোনও সংস্থা। ফার্নান্ডেজের দাবি, ভারতের বাজারে পা রাখার এটাই সঠিক সময়। এর আগে অনেক সংস্থাই বিমান ব্যবসায় পা রেখে লোকসান করেছে। বরং এখন সংস্থার সংখ্যা কম। কাজের পরিবেশ ভাল। সেই কারণেই এয়ার এশিয়া এখন এ দেশে ব্যবসা শুরুর পরিকল্পনা করেছে। তিনি জানান, টাটাদের খুচরো বিপণিগুলির মাধ্যমেও টিকিট বিক্রি করবে তাঁর সংস্থা। সেই সঙ্গে বিমা বাজারেও পা রাখার পরিকল্পনা জানিয়েছেন তিনি।

পুরনো খবর:
জেট-এতিহাদ চুক্তি নিয়ে তদন্তের দাবি

জেট-এতিহাদ চুক্তি নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন বিজেপি, তৃণমূল, সিপিআই সাংসদরা। বুধবার আরও এক ধাপ এগিয়ে প্রধান বিরোধী দল বিজেপির দাবি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিষয়টিতে সিবিআই তদন্তের নির্দেশ দিক কেন্দ্র। এ দিন বিজেপি নেতা যশবন্ত সিন্হা অভিযোগ করেন, জেট এয়ারের ২৪% শেয়ার কিনতে আবু ধাবির এতিহাদ যে ২,০৫৮ কোটি টাকার চুক্তি করতে চলেছে, তা আপত্তিকর। এতে স্বচ্ছতার অভাব রয়েছে। এবং এর ফলে ক্ষতি হবে ভারতীয় সংস্থাগুলির। তাই কেন্দ্রের উচিত সুপ্রিম কোর্টের নজরদারিতে অবিলম্বে সিবিআই তদন্ত শুরু করা। এ দিকে, চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন জেট এয়ারওয়েজের কর্ণধার নরেশ গয়াল।

পুরনো খবর:
দেশে নতুন সূচক
ভারতে সমাজের সব স্তরের মানুষকে আর্থিক পরিষেবার আওতায় আনার (ফিনান্সিয়াল ইনক্লুশন) কাজ কী ভাবে এগোচ্ছে, তা মাপতে সূচক আনল ক্রিসিল। নাম ক্রিসিল ইনক্লুসিক্স। উদ্বোধন করলেন চিদম্বরম। আরবিআই-অর্থমন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি এই সূচকে দেখা যাবে দেশের ৬৩২টি জেলায় আর্থিক পরিষেবার উন্নতির খতিয়ান।

বিনিয়োগে সায়
নরওয়ের টেলিনরকে ভারতে তাদের যৌথ উদ্যোগ সংস্থা টেলিউইংস কমিউনিকেশন্সে ১০০০ কোটি টাকা লগ্নির প্রস্তাবে সায় দিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। সেখানে নিজেদের অংশীদারি ৪৯% থেকে বাড়িয়ে ৭৪% করার প্রস্তাবে পর্ষদের সায় আগেই পেয়েছে তারা।

নবরূপে নিসান-মাইক্রা
নিসানের দাবি, ছোট গাড়ি মাইক্রার এই নয়া সংস্করণে বাইরের নক্শা বদলেছে। বেড়েছে বসার জায়গা। যোগ হয়েছে বিশেষ অটোমেটিক গিয়ার বক্স। যা গাড়ির গতির সঙ্গে ক্রমাগত সাজুয্য রাখবে ইঞ্জিনের গতির। ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সফরও আরামদায়ক হবে বলে জানিয়েছে সংস্থা। বুধবার মুম্বইয়ে গাড়িটির প্রদর্শনে ভারতে সংস্থার প্রেসিডেন্ট ও সিইও কেনিচিরো ইয়োমুরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.