টুকরো খবর
পদ খারিজের স্থগিতাদেশের চিঠি পৌঁছল
দলত্যাগী নান্টু পালের কাউন্সিলর পদ খারিজের উপর স্থগিতাদেশের চিঠি পৌঁছল মেয়র এবং পুর কমিশনারের কাছে। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার কমিশনার এবং মেয়রের কাছে রাজ্য পুর দফতর থেকে চিঠি এসে পৌঁছয়। চিঠি পৌঁছনোর বিষয়টি জানতে পেরে নান্টুবাবু আজ, বুধবার থেকে পুরসভায় যাবেন বলে জানিয়েছেন। কাউন্সিলর পদ খারিজের উপর স্থগিতাদেশ দেওয়া হলেও শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন নান্টুবাবু চেয়ারম্যান পদে থাকতে পারবেন কি না তা স্পষ্ট নয়। তা জানতে চেয়ে পুর দফতরে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি নান্টুবাবুর পদ খারিজের নির্দেশের উপর স্থগিতাদেশের বিরুদ্ধে পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত। আজ, বুধবার ওই মামলার শুনানি রয়েছে। নান্টুবাবু বলেন, “বুধবার থেকে অবশ্যই পুরসভায় যাব।”
অন্য দিকে বাজেট পাস নিয়ে বিতর্কের ডেরে রাজ্য সরকারের পুর দফতর থেকে ১৬ টি জরুরি কাজ চালানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল তার সময়সীমা ৩০ জুন শেষ হয়ে গিয়েছে। পরবর্তী নির্দেশ এখনও এসে পৌঁছয়নি। এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে বোর্ড মিটিং বন্ধ থাকা, অবৈধ ভাবে বিল্ডিং প্ল্যান পাশ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য, গরিব পরিবারের বাসিন্দাদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও পুরসভার তরফে বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম। তিনি জানান, এই পরিস্থিতিতে শহরের উন্নয়ন নিয়ে তারা অবিলম্বে সভা ডাকার আর্জি জানাবেন।

পুরনো খবর:

মানবাধিকার কমিশনে নালিশ
পরিচারিকার সঙ্গে সহবাস এবং জোর করে গভর্পাত করানোর অভিযোগ উঠেছে এক রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে। পরিবহন দফতরের এক আধিকারিক তার বাড়ির পরিচারিকার সঙ্গে বেশ কয়েক মাস সহবাস করে। এরপর ওই মহিলা গর্ভধারণ করেন। তখন তাঁকে গর্ভপাত করায় ওই আধিকারিক। ওই মহিলা দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম-এ পুরো ঘটনা জানান এপ্রিল মাসে। ফোরাম শিলিগুড়ি মহিলা থানায় মহিলাকে দিয়ে একটি এফআইআর করায় জুন ২৩ তারিখে। কিন্তু এফআইআর করা সত্ত্বেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ফোরামের তরফে মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ করা হয়েছে।

উদ্ধার দুই নাবালিকা
দিদির বকুনিতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দুই বালিকাকে উদ্ধার করলেন স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা। এ দিন শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেবি ও পূজা মাহাত বাড়ি বেরিয়ে মহকুমা হাসপাতালে যায় কাজের খোঁজে। নার্সেরা বিষয়টি একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে জানায়। তার সম্পাদক রাতুল বিশ্বাস জানান, নাবালিকা দুটি অভিযোগ করে তাদের মা নেই। দিদি ও বাবা-র অত্যাচারে তারা বাড়ি থেকে বার হয়েছিল। দুই নাবালিকার দাদা রাজ মাহাত জানান, আমরা ছয় ভাইবোন। বেবি সিক্স ও পূজা ফাইভে পড়ে। মা বছর দুয়েক আগে মারা গিয়েছেন। ট্রাক চালক বাবা মাস খানেক ধরে অসুস্থ। দিদি সন্ধ্যা ওদের বকায় ওরা বাড়ি থেকে চলে যায়। অন্য কোনও ঘটনা ঘটেনি।

যাত্রীকে মার, নালিশ
টিকিট নিয়ে গোলমালের জেরে এক যাত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রেনে কর্মরত টিটিদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার অসমগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিষানগঞ্জ স্টেশন ছাড়ার পর টিকিট নিয়ে যাত্রী এবং টিটির মধ্যে বচসা বাধে। তা থেকে মারিমারি শুরু হয়। মাথায় আঘাত পান বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা অভিযোগকারী আব্দুল কালাম শেখ। জখম হয়েছেন এক টিটি-ও। অভিযুক্ত টিটিরা হলেন বজরঙ্গি প্রসাদ, অজয় সোনার এবং সেলিম সিদ্দিকি। টিটিরা ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেননি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.