বাগডোগরা বিমানবন্দরে রাতের বিমান ওঠানামার অনুমতি মেলার ২৪ ঘন্টার মধ্যেই দ্রুত পরিকাঠামো তৈরির জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে রাজ্যের পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই), পুলিশ-প্রশাসন এবং বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে বৈঠক করেন। প্রশাসনিক সূত্রের খবর, বিমানবন্দরের জন্য আলাদা এয়ারপোর্ট থানা, রাতে প্রিপেইড ট্যাক্সি বুথ চালু, নিরাপত্তা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের বাহিনী বৃদ্ধির বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে। সেখানে ঠিক রয়েছে, রাজ্য সরকারের তরফে সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হবে।
এএআই-র বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা কল্যাণকিশোর ভৌমিক বলেন, “এদিনের বৈঠকে পরিকাঠামোগত দিকগুলি নিয়ে বৈঠক হয়েছে। আর বিমান সংস্থার প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন, তাঁদের সদর দফতরে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে রাতের বিভিন্ন উড়ানের বিষয়টি চূড়ান্ত হবে। আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরটি রাতে পুরোপুরি চালু হয়ে যাবে।”
প্রশাসনিক সূত্রের খবর, আপাতত বাগডোগরা বিমানবন্দরটি রাত ১০টা বিমান ওঠানামা করবে॥
বিমানবন্দর সূত্রের খবর, বর্তমানে বাগডোগরা থেকে পাঁচটি বিমান সংস্থার উড়ান চলাচল করে। চাটার্ড বিমান-সহ প্রতি সপ্তাহে ১৬৫টির মত বিমান এই বিমানবন্দরে ওঠানামা করে। গত এক বছরে এই বিমানবন্দরকে ব্যবহার করেছেন প্রায় ৮ লক্ষ যাত্রী। বছর খানেক আগেই এই বিমানবন্দরকে শুল্ক বিমানবন্দরের তকমা দেওয়া হয়। উল্লেখ্য, গত সোমবার রাতে বিমান চলাচলের জন্য বাগডোগরা বিমানবন্দরের নিয়ন্ত্রণকারী বায়ুসেনা সবুজ সংকেত দিয়েছে। |