টাকার অভাবে মিল বন্ধ বীরপাড়া প্রাথমিক স্কুলে
চার মাস ধরে রান্নার টাকা না আসায়, আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলে মিড ডে মিল রান্না বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। ১৮ জুন থেকে স্কুলে মিড ডে মিল বন্ধ থাকায় পড়ুয়ারা দুপুরে অভুক্ত থাকছেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। কর্তৃপক্ষের দাবি, পড়ুয়ারা দরিদ্র পরিবারের। বাড়ি থেকে প্রায় কেউই টিফিন আনতে পারে না। স্কুলের মিড ডে মিলের খাবারই তাদের দুপুরের ভরসা বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রতিদিনই পড়ুয়ারা বাড়ি থেকে ব্যাগে করে থালা নিয়ে এলেও রান্নার অভাবে পড়ুয়াদের মিড ডে মিল জোটে না। এলাকারই একটি স্বনির্ভর গোষ্ঠী স্কুলের মিড ডে মিল রান্নার দায়িত্বে রয়েছে। তাদের অভিযোগ, গত চার মাস ধরে বাজার করার টাকা থেকে শুরু করে রান্না করার পারিশ্রমিক কিছুই পাওয়া যায় নি। সে কারণেই তাঁরা রান্না বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আলিপুরদুয়ার-১ ব্লকের বিডিও লোপসাং তামাং বলেন, “ওই স্কুলে মিড-ডে মিল বন্ধ রয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। সমস্যা সমাধানের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ডাকা হয়েছে। দ্রুত মিড-ডে মিল চালুর চেষ্টা করা হবে।”
বীরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক স্কুল।
মঙ্গলবার ওই প্রাথমিক স্কুলে গিয়ে দেখা গেল, স্কুলের রান্না ঘরে তালা । তৃতীয় শ্রেণির পায়েল ওরাঁও বলে, “বাড়ি থেকে সকালে একটা রুটি খেয়ে এসেছি। দুপুরে খিদে পায়, কয়েক দিন ধরে স্কুলে ভাত রান্না হচ্ছে না।” প্রধান শিক্ষক সুদীপ দত্ত বলেন, “মিলের দেখাশোনা করে স্বনির্ভর গোষ্ঠীরা। সে জন্য ব্লক অফিস থেকে ওই গোষ্ঠীদের মাসে রান্নার জন্য দু’হাজার টাকা ও সারা মাসে মোট যত জন পড়ুয়া খাবে তার রান্নার খরচ বাবদ শিশু পিছু ৩ টাকা ৩৩ পয়সা দেওয়া হয়। সে টাকায় সবজি, জ্বালানি কাঠ ও মশলাপাতি কেনেন মহিলারা। চার মাস ধরে টাকা না পাওয়ায় বাজার থেকে আর বাকিতে জিনিস আনতে পারছেন না বলে তাঁরা জানিয়েছেন। রান্না বন্ধ থাকার বিষয়টি বিডিও, স্কুল পরিদর্শককে জানিয়েছি।” আলিপুরদুয়ার সার্কেলের প্রাথমিক স্কুল পরিদর্শক দফতরের এসআই প্রেম কান্ত কামতি বলেন, “মিড ডে মিল চালুর চেষ্টা হচ্ছে।” মা সারদা স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী রেবতী কর্মকার বলেন, “ফ্রেব্রুয়ারি মাস থেকে টাকা পাইনি। ডিমের দোকান, সবজির দোকান ও খড়িওয়ালারা টাকা পায়। বকেয়া টাকা না মেটালে, কিছু মিলছে না। বকেয়া টাকা পেলেই রান্নার কাজ শুরু হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.