টুকরো খবর
অভিভাবকদের বিক্ষোভ
স্কুল চলাকালীন লোডশেডিং? কিংবা স্কুলের শৌচাগার পরিষ্কার করা দরকার? দুশ্চিন্তায় পড়তে হয় না স্কুলের প্রধানশিক্ষককে। যে স্কুলে ৬৮ জন ছাত্রছাত্রী আছে সেই স্কুল কর্তৃপক্ষের আবার ভাবনা কিসের! ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, লোডশেডিং হলে থানারপাড়ার ফলিয়া প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক অভিরাম চৌধুরীকে হাওয়া করতে পাখা নিয়ে এগিয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। এমনকী, স্কুলের শৌচাগার পর্যন্ত তিনি পরিষ্কার করিয়ে নেন পড়ুয়াদের দিয়েই। দেরি করে স্কুলে আসা, মিড ডে মিল সংক্রান্ত অনিয়ম, ছাত্রছাত্রীদের দিয়ে এমন ‘অমানবিক’ কাজ করিয়ে নেওয়ার মতো বিস্তর অভিযোগে মঙ্গলবার স্কুলে প্রায় চার ঘন্টা প্রধানশিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন ফলিয়া গ্রামের বাসিন্দারা। নিজের দোষ কবুল করে গ্রামবাসীদের এ দিন মুচলেকাও দেন প্রধানশিক্ষক অভিরামবাবু। খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা দুটোর সময় তাঁদের উদ্ধার করে। করিমপুর-২ ব্লকের বিডিও তাপস মিত্র বলেন, ‘‘ওই প্রধানশিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগের তালিকাটাও দীর্ঘ। যেটুকু জেনেছি তাতে মানুষের ক্ষুব্ধ হওয়ার কারণও রয়েছে।’’ প্রধানশিক্ষক অভিরামবাবুর সাফাই, ‘‘শৌচাগার পরিষ্কারের বিষয়ে ওরা যা বলছেন ব্যাপারটা ঠিক ওরকম নয়।’’ তাহলে আসল ব্যাপারটা কি? উত্তর নেই। নদিয়ার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার তিনি বলেন, ‘‘অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

কংগ্রেস প্রার্থী অপহৃত, নালিশ
মুন্না মাহাতো।
—নিজস্ব চিত্র।
দিন পাঁচেক ধরে নিঁখোজ কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মুন্না মাহাতো। শান্তিপুরের নৃসিংহপুরের চৌধুরীপাড়ার বাসিন্দা মুন্না গত ২৭ জুন থেকে নিখোঁজ। শান্তিপুরের কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্নাবাবু হরিপুর গ্রাম পঞ্চায়েতের ২২ নম্বর আসনে প্রার্থী হয়েছিলেন। ৩০ জুন তাঁর কাকা বিশ্বেশ্বর মাহাতো শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বিশ্বেশ্বরবাবু বলেন, “২৭ জুন স্নান-খাওয়া সেরে ভোট প্রচারে বেরিয়ে আর ফেরেনি মুন্না। হার নিশ্চিত জেনে বিরোধীরা ওকে অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে।” শান্তিপুরের বিধায়ক কংগ্রেসের অজয় দে বলেন, “পরাজয় অবশ্যম্ভাবী জেনে বিরোধীরা আমাদের প্রার্থীকে অপহরণ করেছে। পুলিশ দ্রুত এই রহস্য উদঘাটন করুক।” অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “মানুষের মনে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। অহেতুক সেই দলের প্রার্থীকে লোকে অপহরণ করতে যাবে!” রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “অপহরণের অভিযোগ হয়েছে। ওই প্রার্থী জীবন বিমার এজেন্ট ছিলেন।” তিনি জানান, ঠিক কারণে কে বা কারা তাঁকে অপহরণ করল তা খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষক-মিছিল খোরজুনায়
খোরজুনা কাণ্ডে এ বার পথে নামল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে জেলার প্রায় শ’খানেক বামপন্থী শিক্ষক খোরজুনা মোড় থেকে মৌন মিছিল করে মৃত মহিলার বাড়িতে যান। শিক্ষকরা ওই ঘটনায় জেলা পুলিশ সুপারের আওড়ানো সহবাসের তত্ত্বের সমালোচনা করেন। তাঁদের বক্তব্য, “ধৃতের বয়ানের উপর ভিত্তি করে এসপি একজন মহিলা সম্পর্কে এ রকম কথা বলে গর্হিত কাজ করেছেন। রাজ্য সরকারের শেখানো বুলি বলছেন এসপি।” গ্রামবাসীদের লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন ওই শিক্ষকরা। প্রয়োজনে ওই পরিবারকে আইনি সাহায্য করা হবে বলেও জানান ওই শিক্ষকরা।

পুরনো খবর:

ধর্ষণ, গ্রেফতার
ঘটনার দু’দিন ধরে নাকাশিপাড়ার দোগাছি গ্রামের মাঝবয়সী এক মহিলাকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে হায়দার মোল্লাকে সোমবার রাতে গাছা থেকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে বাড়ির পাশের জলঙ্গিতে স্নান করতে যাওয়ার পথে পড়শি গ্রামের যুবক হায়দার ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ গ্রামে পুলিশ যায়। জনরোষের শিকার হয়ে জখম হন তিন পুলিশকর্মী। ভাঙচুর চালানো হয় একটি পুলিশের জিপে। অভিযোগ, এরপর রাতে গ্রামে গিয়ে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি করে।

ধর্ষণের চেষ্টা
সুতির কোন্দলিয়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রী শনিবার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। ঘটনার চার দিন পরেও অভিযুক্ত শুভঙ্কর দাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই কিশোরীর বক্তব্য, “শুভঙ্করকে অনেক দিন ধরেই চিনি। কিন্তু শনিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সে আমাকে ধর্ষণের চেষ্টা করে।” জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই কিশোরী গোপন জবানবন্দি দিয়েছে। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।”

লালগোলার মুক্ত জেলের কটেজ থেকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মেয়ে জুলি খাতুন (১২) মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশের অনুমান, বাবার কাছে আব্দার করেও নতুন মোবাইল না পাওয়ায় অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
কাপড় বোঝাই একটি ছোট গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। নাম বাসুদেব নন্দী (৩০)। বাড়ি শান্তিপুরে। জখম হয়েছেন পাঁচ জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.