সংস্কৃতি যেখানে যেমন

চিকিত্‌সক দিবস
বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করল ইন্ডিয়ান ম্যেডিক্যাল অ্যাশোসিয়েসান (আই এম এ)-এর বহরমপুর শাখা। দিনভর রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, আলোচনা-বক্তৃতা ও বর্ষীয়ান চিকিত্‌সকদের সম্মানিত করার পাশাপাশি, সংগঠনের সদস্যদের পরিজনেরাও মিশে গেলেন অনুষ্ঠানে। আই এম এ সূত্রে জানানো হয়েছে, রবীন্দ্র আবৃত্তি দিয়ে ওই দিন সান্ধ্য আসর শুরু হয়েছিল। ছিল সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনের বিভিন্ন পর্ব। পরে পেশাদার বাচিক শিল্পীরাও অংশ নিয়েছিলেন। একেবারে অন্যরকম চিকিত্‌সক-দিবস।

ছাপাখানার গলি
২৯ জুন বহরমপুর শহরে ‘প্রান্তিক’ নাট্যগোষ্ঠীর মহড়া কক্ষে অনুষ্ঠিত হল ‘ছাপাখানর গলি’র সপ্তদশ মাসিক পাঠচক্র। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘রামানুজ গণিত ও নিয়তি’ গ্রন্থটির উপর আলোচনা করেন বিদ্যুত মৈত্র। নারায়ণ সান্যালের লেখা ‘প্রবঞ্চক’-এর উপর আলোচনা করেন মৃণাল নন্দী। সম্প্রতি প্রকাশিত দেবকুমার সোমের ঐতিহাসিক উপন্যাস ‘অষ্টাদশ অশ্বারোহী’ নিয়েও হয় আলোচনা।

আঁকার কর্মশালা
গত শনি ও রবিবার দু’ দিন ধরে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে অনুষ্ঠিত হল কোলাজ, পেন্টিং ও বুটিকের কর্মশালা ও প্রদর্শনী। চিত্রশিল্পী সুমনা অধিকারীর তত্ত্ববধানে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের শেখানো হয় কোলাজ, ব্রাশ পেন্টিং ও গ্লাস পেন্টিং। নারী নির্যাতন-সহ সমকালীন অস্থিরতার উপর আঁকা সুমনার ছবির প্রদর্শনীও ছিল। বুটিক, কাঁথাস্টিচ, চেনস্টিচ-সহ বিভিন্ন ধরণের সূচিশিল্পের প্রশিক্ষণ দেন ওফেলিয়া চন্দ্র দত্ত ও তাঁর সঙ্গীরা।

কামদুনি দিবস
‘মুর্শিদাবাদ কবিতা আকাদেমি’ আয়োজিত ১৬৫তম মাসিক সাহিত্যপাঠের আসরটি যেন হয়ে ওঠে ‘কামদুনি-খরজুনা দিবস’। গত রবিবার প্রবল বর্ষঁণ উপেক্ষা করে ওই অনুষ্ঠানে হাজির কবি লেখকরা যে সব কবিতা, গল্প ও প্রবন্ধ পাঠ করেন তার অধিকাংশেরই পটভূমি ও বিষয়বস্তু কামদুনি, খরজুনা, গাইঘাটা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা ও তার প্রতিক্রিয়া। বহরমপুর শহরের রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য পাঠের মাসিক ওই আসরটি অনুষ্ঠিত হয়।

অজিত স্মরণ
শনিবার বিকালে ধুবুলিয়ার তিতলি, ঐক্যতান ও মিষ্টিমুখ পত্রিকা সম্মিলিত ভাবে প্রয়াত গণসংগীত শিল্পী অজিত পাণ্ডের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। ধুবুলিয়ার রেল স্টেশন লাগায়ো মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন জেলার কবি, সাহিত্যিক ও সংগীত শিল্পী-সহ বিভিন্ন শাখার সাংস্কৃতিক কর্মীরা। আবৃত্তি ও গণসংগীতের মাধ্যমে প্রয়াত শিল্পীকে তাঁরা শ্রদ্ধা জানান।

নীল আকাশ
নদিয়া থেকে প্রকাশিত শিশুসাহিত্য পত্রিকা ‘নীল আকাশ’ দশ বছরে পা দিল। ওই সংখ্যাটি দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশতবর্ষের প্রতি উত্‌সর্গ করা হয়েছে। সাহিত্যিক সুধীর চক্রবর্তীর মুখবন্ধ ছাড়াও ওই সংখ্যায় রয়েছে দ্বিজেন্দ্রলালকে নিয়ে লেখা ১৮ জনের গদ্য ও কবিতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.