পঞ্চায়েত ভোটের প্রচারে মঙ্গলবার সিপিএমের পলিটব্যুরোর সদস্য নিরুপম সেন নদিয়ার ধুবুলিয়ায় যান। মিনিট চল্লিশের বক্তৃতায় তিনি ভরা বর্ষা ও রমজান মাসে পঞ্চায়েত ভোট ও রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন।
রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপমবাবু বলেন, “এক বছর আগেই কমিশন চিঠি দিয়ে রাজ্যকে ভোটের কথা বলেছিল। কিন্তু রাজ্য সে কথায় কান দেয়নি। ভোট হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। |
বনগ্রামে নিরুপম সেন।—নিজস্ব চিত্র। |
কিন্তু সরকারের গড়িমসিতে তা হচ্ছে ভরা বর্ষা ও রোজার মাসে। জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেই কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। রাজ্যে আইনের শাসন নেই।” ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে নিরুপমবাবু বলেন, “রাজ্যে মা-বোনদের উপর অত্যাচার হচ্ছে। প্রতিবাদ করলেই মাওবাদী ও সিপিএম তকমা দেওয়া হচ্ছে। গোয়েন্দাদের আগেই মুখ্যমন্ত্রী মাওবাদী দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আগাম মন্তব্য তদন্তে প্রভাব পড়ছে।” মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন, দু’বছরের মধ্যেই নাকি ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। অন্যদিকে রাজ্য সরকার দাবি করছেন রাজ্যের আর্থিক হাল বেজায় খারাপ। “টাকা না থাকলে সিংহভাগ উন্নয়নের কাজ সম্পন্ন হয় কী করে?” প্রশ্ন নিরুপমবাবুর। |