|
|
|
|
হৃদরোগে নির্দেশিকা
চান ডাক্তাররা |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: অ্যাঞ্জিওগ্রাম শেষ হওয়ার আগেই অপারেশন থিয়েটার থেকে মুখ বাড়িয়ে ডাক্তারবাবু রোগীর বাড়ির লোককে বললেন, “অনেকগুলো ব্লক রয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। এখন করাবেন, না পরে? দেরি হলে সমস্যা বাড়বে।” চিকিৎসাবিদ্যার বিন্দুবিসর্গ না জানা বাড়ির লোকেরা তখন বিভ্রান্ত। দেরি হলে বিপদ হতে পারে, এটাই মাথায় ঘুরছে। বহু ক্ষেত্রে তখনই তাঁরা ডাক্তারবাবুকে বলে দেন, “আপনি যা ভাল বুঝবেন তাই করুন।” |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: লোডশেডিং চলছে, গরমে বিছানায় এপাশ-ওপাশ করছেন রোগীরা। কোনও রোগীর মাথার কাছে বসে থাকা পরিজনেরা হাতপাখা দিয়ে হাওয়া করছেন। তাঁরাও ঘেমে অস্থির। পাশেই, চিকিৎসা কর্মীদের বসার জায়গা, সেখানে এসে বসেন চিকিৎসকরাও। তার উপরে বনবন করে পাখা ঘুরছে। ওয়ার্ডের একপাশে চিকিৎসা কর্মীদের বিশ্রাম ঘর, সেখান থেকেও ভেসে আসছে সিলিং পাখা ঘোরার শব্দ। |
গরমে হাঁসফাঁস রোগীরা,
পাখার আরামে চিকিৎসকেরা |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|