ডাক্তার প্রহৃত নার্সিংহোমে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেনিয়াপুকুর এলাকায় একটি নার্সিংহোমের চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল এক রোগীর ছেলের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্তের নাম আসিফ খান। তিনি ওই এলাকারই বাসিন্দা। রবিবার রাত ৮টা নাগাদ ওই ব্যক্তি তাঁর বাবাকে আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে নিয়ে যান। অভিযোগ, শাহনওয়াজ খান নামে এক চিকিৎসক ওই রোগীকে দেখতে গেলে আসিফ তাঁর উপরে চড়াও হন। চিকিৎসককে কটূক্তি এবং মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মী-চিকিৎসকেরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই চিকিৎসক পরে বেনিয়াপুকুর থানায় আসিফের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। গভীর রাত পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।?
|
গড়বেতা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে শনিবার রক্তদান শিবির হল রাধানগর এলাকায়। ৭৮ জন রক্ত দেন। |