অবৈধ নির্মাণের অভিযোগে কাজ বন্ধ রাখতে বলেছিল আদালত। তা মানা না হলে পুলিশকে খতিয়ে দেখে রিপোর্ট দিতেও বলেছিল। তবে পুলিশের তরফে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মাটিগাড়ার উত্তরায়ণ উপনগরীর আবাসিক এলাকার বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন। এ ব্যাপারে পুলিশ ও উত্তরায়ণ কর্তৃপক্ষের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আদালতের নির্দেশের পরেও চুপিসারে কাজ চালানো হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ তোলা হয়েছে। যদিও মাটিগাড়া থানার পুলিশের দাবি, নির্দেশ হাতে পেয়েই তাঁরা এ ব্যাপারে নজরদারি শুরু করেছেন। কাজ বন্ধ রাখতেও প্রোমোটার সংস্থার লোকজনদের জানানো হয়েছে।
উত্তরায়ণ উপনগীরর দায়িত্বে থাকা এক আধিকারিক হেমন্ত কলিতা বলেন, “আমরা যতদূর জানি কাজ বন্ধ রয়েছে।”
মেগা বিল্ডার্স নামে একটি প্রোমোটার সংস্থার বিরুদ্ধে ওই নির্মাণ কাজের অভিযোগ রয়েছে।
মেগা বিল্ডার্স সংস্থার আইনজীবী সমীর ঘোষর আদালতে দাবি করেন, অ্যাপার্টমেন্টের সামনের অংশে কোনও জায়গা নেই যেখানে নির্মাণ কাজ হচ্ছে। ‘রেসিডেন্সি’ এলাকার বাসিন্দাদের পক্ষে আইনজীবী মিলিন্দ পাল বলেন, “রেসিডেন্সি এলাকায় থাকা পার্ক এবং খোলা জায়গা বেআইনি ভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। অ্যাপার্টমেন্টের সামনে আলাদা পাঁচিল তুলে অবৈধ ভাবে রাস্তা তৈরি করা হয়েছে।”সোমবার অ্যাডভোকেট কমিশনার পরিদর্শনে যাওয়ার সময় মেগা বিল্ডার্স, উত্তরায়ণ উপনগরী এবং অভিযোগকারী বাসিন্দাদের পক্ষে থাকা আইনজীবীদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। |