রবিবার দেওয়ানগঞ্জে গিরিয়ার মোড়ে বিজেপি প্রার্থী গোরাচাঁদ বিশ্বাসের সমর্থনে বিজেপির পোস্টারের ওপর পোস্টার সাঁটার অভিযোগ উঠছে। গত শুক্রবার পারমেখলিগঞ্জের নিজতরফ গ্রামের প্রার্থী বিনোদিনী রায়ের খড়ের গাদাতে আগুন লাগানোর ঘটনা ঘটে। শনিবার দঃ বড়হলদিবাড়ি খালপাড়ার বিজেপি প্রার্থী গোলাপী মণ্ডলের পোস্টার ছেঁড়া হয়। এ দিন করলাভ্যালি বাগানে কর্মিসভা করলেন আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে, রাজ্য সম্পাদক তেজকুমার টপ্পো। দক্ষিণ বেরুবাড়িতে গৌরাঙ্গবাজার, মানিকগঞ্জ ও ব্রাহ্মপাড়ার প্রার্থী সমর্থনে ফরওয়ার্ড ব্লক কর্মীরা সাইকেল মিছিল করেন।
|
মুর্শিদাবাদের রোশনবাগ থেকে এক বিএসএফ জওয়ান নিখোঁজ হয়েছেন। রবিবার শিলিগুড়িতে নিখোঁজ ওই জওয়ানের পরিবারের লোকজন ওই অভিযোগ করেছেন। তাঁরা জানান, নেপালের ঝাপার বিরতা মোড়ের বাসিন্দা হেমকুমার অধিকারী ৪ মে থেকে কাজে যাননি। তাঁর ভাই চন্দ্র মুর্শিদাবাদে হেমকুমারের খোঁজে গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁরা মুর্শিদাবাদ থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে তাঁদের জানানো হয়, হেমকুমারের নিখোঁজ হওয়ার অভিযোগ বিএসএফের পক্ষ থেকে করা হয়েছে। ৩ মে শেষ নেপালের বাড়িতে স্ত্রীকে ফোন করেন হেম। তার পরেই মোবাইল সুইচড অফ।
|
তৃণমূলের নির্বাচনী কার্যালয় থেকে পতাকা-ব্যানার ইত্যাদি ছিঁড়ে পোড়ানোর অভিযোগ উঠেছে সিপিএমের সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাতে আলিপুরদুয়ার ২ ব্লকের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি চৌপথী এলাকায় এই ঘটনার প্রতিবাদে রবাবার ৩১ডি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। |