তাঁকে সই করানোর জন্য বেশ কিছু দিন ধরেই বিশ্ব ফুটবলের মেগা ক্লাবগুলো আসরে নেমে পড়েছিল। পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওয়েন রুনিকে নিয়ে টানাপোড়েনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং বাসের্লোনা নিজের নিজের হাতের তাস ফেলা শুরু করেছে।
ম্যাঞ্চেস্টার পাঠিয়ে দিয়েছে কোচ ডেভিড মোয়েসকে রুনির সঙ্গে গোপন বৈঠক করতে। আর বার্সেলোনার হয়ে রুনিকে দলে নিতে আসরে নেমে পড়েছেন স্বয়ং নেইমার। আগামী মরসুমে বার্সেলোনার জার্সি গায়ে যাঁকে খেলতে দেখা যাবে, সেই নেইমার বলেছেন, “আমি একটুও অবাক নই যে বার্সেলোনা রুনিকে সই করাতে চায়। ওয়েন রুনি বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। ওর সঙ্গে খেলতে পারলে অবশ্যই স্বপ্ন সার্থক হবে।”
নেইমারের এই ঘোষণার মাঝেই মোয়েস-রুনির গোপন বৈঠকের কথা এক ব্রিটিশ ট্যাবলয়েড ফাঁস করে দিয়ে ইঙ্গিত দিয়েছে, ম্যাঞ্চেস্টারেই সম্ভবত থেকে যেতে পারেন ইংরেজ তারকা। মোয়েসের সঙ্গে মিটিংয়ে ম্যান ইউ ছাড়ার ব্যাপারে কিছুটা হলেও সুর নরম হয়েছে তাঁর। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রুনির ক্ষোভের কারণ ছিল স্যর অ্যালেক্স ফার্গুসন। রুনি যে ম্যান ইউ ছাড়ার আর্জি জানিয়েছিলেন, সেটা ফার্গুসন ফাঁস করে দেন। যার যেরেই যত ঝামেলা। সঙ্গে আর এক কারণ ছিল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম দলে সুযোগ না পাওয়া। কিন্তু মোয়েস জানিয়েছেন যে পরের মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দল রুনিকে ঘিরেই তৈরি করা হবে। এমনকী নতুন চুক্তিতে আরও টাকা বাড়াতে রাজি আছেন ক্লাব কর্তারা। |
|
|
মোয়েস চান ম্যান ইউতে রেখে দিতে। নেইমার চান বার্সেলোনায় তাঁর পাশে
খেলতে। টানাটানির এই আবহে স্ত্রী বান্ধবীদের নিয়ে ওয়েন রুনি। গ্ল্যাস্টনবারিতে। |
|
রুনিকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল চেলসিও। কিন্তু এখন তারা অন্য স্ট্রাইকারের দিকেও নজর দিয়েছে। নাপোলির তারকা স্ট্রাইকার এডিনসন কাভানিকে সই করাতে ৪৫ মিলিয়ন পাউন্ডের ‘বিড’ দিলেন চেলসির পর্তুগিজ কোচ হোসে মোরিনহো। কিন্তু ব্রিটিশ প্রচারমাধ্যম মতে নাপোলির মালিক অরেলিও দে লরেনাইটিস কোনওমতেই ৬০ মিলিয়ন পাউন্ডের কমে কাভানিকে ছাড়তে রাজি নন। পাশাপাশি স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়াকে সই করানোর জন্য আর এক ধাপ এগোলো টটেনহ্যাম। কিন্তু বার্সেলোনা স্ট্রাইকারকে সই করানোর দৌড়ে ইতালির ফিওরেন্তিনাও রয়েছে। আগামী সপ্তাহে স্বয়ং ভিয়া সিদ্ধান্ত নেবেন কোন ক্লাবে তিনি সই করবেন।
|