অ্যাঞ্জেল থেকে মালৌদা। রোবিনহো থেকে মাসচেরানো। নানা কোলাজে সাজানো ফুটবল নক্ষত্রদের সমাগম হল এক মঞ্চে। আর এই অভিনব প্রয়াসের উদ্যোক্তা ফুটবল আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’-এর জন্য চ্যারিটি ট্যুরের প্রথম ম্যাচে কলোম্বিয়ায় অবশিষ্ট বিশ্ব একাদশ-কে ৯-৬ গোলে হারাল মেসির দল। দু’দলের নামেও অভিনবত্ব রোবিনহো অ্যান্ড ফ্রেন্ডস আর লিওনেল মেসি অ্যান্ড ফ্রেন্ডস।
ম্যাচের প্রথমার্ধের শুরুতেই গোল করে তাঁর দলকে এগিয়ে দেন মেসি। তার পর অ্যাঞ্জেলের হ্যাটট্রিক এবং আইমার, মালৌদার গোলের সৌজন্যে প্রথমার্ধের শেষে মেসি অ্যান্ড ফ্রেন্ডস ৬-২ ‘লিড’ নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে বাপতিস্তা ও রোবিনহো গোল করে ব্যবধান কমালেও, কোনও অলৌকিক প্রত্যাবর্তন ঘটাতে পারেননি মেসির প্রতিদ্বন্দ্বীরা। বরং আইমার, মালৌদা ও দোরিয়ান পাবোনের গোলে টেনিস স্কোরের মতোই ম্যাচ ৯-৬ শেষ হয়। |
মেসির বন্ধুরা বনাম অবশিষ্ঠ বিশ্ব। মেদেলিনে রোনাল্ডোহীন
এই ম্যাচ হল শিশুদের চিকিৎসার অর্থ তুলতে। |
মহাতারকার ছড়াছড়ির মধ্যে একটা নামের অনুপস্থিতি নিয়ে অবশ্য যথেষ্ট জল্পনা ছিল প্রচারমাধ্যমে। প্রশ্ন ছিল একটাই মেসির হেভিওয়েট চ্যারিটি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেই কেন? যা নিয়ে টুইটার-বিশ্বে ঝড় উঠে যায় তবে কি রোনাল্ডোকে এই ম্যাচে আমন্ত্রণ করা হয়নি? বিশেষ করে যেখানে মাসকয়েক আগেই ব্রিটিশ প্রচারমাধ্যমে খবর বেরিয়ে গিয়েছিল যে, খুব তাড়াতাড়িই এক জার্সিতে খেলতে দেখা যাবে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বীকে। স্বাভাবিক ভাবেই তাই মেসির এই চ্যারিটি ম্যাচ ঘিরে জল্পনা তুঙ্গে ছিল। বিশ্ব জুড়ে ফুটবলপ্রেমীরা মুখিয়ে ছিলেন সেই ঐতিহাসিক দৃশ্য দেখার জন্য, যখন মেসি পাস দেবেন তাঁর ‘চিরশত্রু’ রোনাল্ডোকে।
স্বপ্ন অবশ্য শেষ পর্যন্ত স্বপ্নই থেকে গেল। রোনাল্ডো আদৌ ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন কি না, তা নিয়ে সরাসরি কিছু জানা যায়নি। তবে প্রচারমাধ্যমে জল্পনা, মেসি এবং রোনাল্ডোর দুই ক্লাবের মধ্যে তীব্র রেষারেষির জেরেই একসঙ্গে দেখা গেল না দুই মহাতারকাকে। রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার এই ম্যাচে না থাকায় সেই জল্পনা স্বভাবতই আরও বেড়ে যায়। মার্সেলো, কাসিয়াসের মতো রিয়াল তারকারা কনফেড কাপের জন্য ব্রাজিলে আছেন ঠিকই। কিন্তু প্রশ্ন উঠেছে, রিয়ালের বাকি ফুটবলাররা তা হলে কেন ম্যাচ খেলতে এলেন না? |
ম্যাচের পরে আর্জেন্তিনীয় মহাতারকাকে
পাশে পেল কলম্বিয়ান শিশুরা। |
বার্সেলোনা-রিয়াল প্রতিদ্বন্দ্বিতা এ দিন আবার উস্কে দিলেন রোনাল্ডোর ক্লাব-সতীর্থ সের্জিও র্যামোস। স্পেনের ডিফেন্ডার বলেছেন, “গত মরসুমের সেরা ফুটবলার নিঃসন্দেহে ছিল রোনাল্ডো। ওর ক্লাব-ভবিষ্যৎ নিয়ে অনেক কথা হচ্ছে। আশা করছি পেরেজ নিশ্চয়ই কোনও উপায় বের করবেন রোনাল্ডোকে ক্লাবে রাখতে।” সঙ্গে র্যামোস আরও বলেছেন, “সব ক্লাবেই রোনাল্ডো সমান সফল। ওর মতো ফুটবলার বিশ্বে খুব কম আছে।”
সব মিলিয়ে কী দাঁড়াচ্ছে? ক্লাব মরসুমে সাময়িক বিরতি হতে পারে। কিন্তু মেসি বনাম রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতা থামার নয়।
|