দুই মহাতারকা। দু’টো আলাদা ছবি।
এক দিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে নিজের ‘বাড়ি’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করতে উন্মুখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য দিকে, ন’বছর ম্যাঞ্চেস্টার ইউনাউইটেডের ঘরের ছেলে হয়ে কাটানোর পর ক্লাব ছাড়তে দৃড়প্রতিজ্ঞ ওয়েন রুনি।
স্যর অ্যালেক্স ফার্গুসন অবসর ঘোষণা করার পর রুনির ম্যান ইউ ছাড়া নিয়ে জল্পনা আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। যে জল্পনায় ইন্ধন জোগাচ্ছেন রুনি নিজেই। ফার্গুসনের অবসর ঘোষণার পরে পরে, বুধবার রাতেই রুনি টুইটার অ্যাকাউন্ট থেকে নিজের নামের পাশে লেখা ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্লেয়ার’ শব্দ তিনটি মুছে ফেলেন। যার জন্য টুইটারে ম্যান ইউ সমথর্কদের একাংশ তীব্র কটাক্ষ করতে ছাড়েনি রুনিকে। তবে রুনি যে ক্লাবে খুশি নেই সেটা আর গোপন তথ্য নয়। দিন পনেরো আগে তিনি ফার্গুসনের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার আর্জি জানিয়েছিলেন। বলেছিলেন, “আমি অন্য ক্লাবের হয়ে আবার নতুন করে শুরু করতে চাই।” কিন্তু ফার্গুসন সেই আবেদন খারিজ করে দেন। শুধু তাই নয়, সাংবাদিকদের সামনে এসে ফার্গুসন সাফ জানান যে, রুনিকে কোনও অবস্থাতেই বিক্রী করবে না ক্লাব। |
রুনির সঙ্গে ম্যান ইউয়ের চুক্তি রয়েছে ২০১৫ পর্যন্ত। কিন্তু এ বছর রবিন ফান পার্সির জন্য দলে তিনি নিয়মিত সুযোগ পাননি। বলা হচ্ছে, তাতেই মন ভেঙে গিয়েছে রুনির। এ দিকে, রুনি ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার ইচ্ছাপ্রকাশ করায় তাঁকে সই করানোর আগাম দৌড়ে ঢুকে পড়েছে চেলসি, প্যারিস সাঁ জা। রুনি বায়ার্ন মিউনিখে যেতে আগ্রহী বলেও খবর রয়েছে। তবে ইংরেজি প্রচারমাধ্যম অনুযায়ী, রুনিকে কেনার দৌড়ে সবার আগে এগিয়ে এসেছে চেলসি। রুনির জন্য ২৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজিও হয়ে গেছেন চেলসি সর্বেসর্বা রোমান আব্রামোভিচ। ম্যান ইউ অবশ্য রুনিকে না ছাড়ার ব্যাপারে এখনও অনড়। বৃহস্পতিবারও ক্লাবের এক মুখপাত্র বলেছেন, “রুনিকে বিক্রি করা হবে না।” বলা হচ্ছে, ফার্গুসনের জায়গায় এভার্টন কোচ ডেভিড মোয়েস ম্যান ইউয়ের দায়িত্ব নেবেন বলে পাকা হয়ে যাওয়ার পর রুনি ক্লাবে থেকে যেতেও পারেন। ২০০২-এ মোয়েসের কোচিংয়েই এভার্টনের হয়ে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন রুনি।
ম্যান ইউ সমর্থকেরা অবশ্য এক দিকে রুনিকে হারানোর আশঙ্কায় থাকলেও অন্য দিকে, তাঁদের প্রাক্তন আইকন রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ড ফেরার সম্ভাবনা ক্রমশ আরও উজ্জ্বল হচ্ছে। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, ম্যান ইউ চিফ এক্সিকিউটিভ ডেভিড গিল বৃহস্পতিবার মাদ্রিদে পৌঁছোন সিআরসেভেনের এজেন্টের সঙ্গে কথা পাকা করে ফেলতে। পর্তুগিজ মহাতারকাকে সই করানোর দৌড়ে প্যারিস সাঁ জাঁ থাকলেও ম্যান ইউ কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে রোনাল্ডো আবার নিজের পুরনো ক্লাবেই ফিরবেন।
রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে এই তুলকালাম জল্পনার মধ্যেও অবশ্য রিয়াল জার্সিতে গোল করেই চলেছেন সিআরসেভেন। আগের ম্যাচে রিয়ালের হয়ে নিজের দু’শো তম গোলটা করেছিলেন। বুধবার রাতে ফের রোনাল্ডোর দুরন্ত ফর্মের ওপর ভর করেই মালাগাকে ৬-২ হারাল রিয়াল মাদ্রিদ। গোল করানো ছাড়াও ম্যাচের দ্বিতীয় গোলটি করলেন সিআরসেভেন। |