চুক্তি ৬ বছরের, ম্যান ইউয়ের দায়িত্বে ১ জুলাই থেকে
ফার্গুসনের হটসিটে মোয়েস
স্যর অ্যালেক্স ফার্গুসনের হটসিট-এ বসবেন কে? মঙ্গলবার থেকে এই কোটি টাকার প্রশ্নেই উত্তাল ছিল ফুটবলবিশ্ব। কিন্তু বুধবারই সব জল্পনার অবসান ঘটল।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইতিহাসের মতো ক্লাবের ভবিষ্যৎও আর এক স্কটিশ ফুটবল ম্যানেজারের কাঁধেই বর্তাচ্ছে। ফার্গুসনের অভাব পূরণের অসীম ভার নিতে চলেছেন এভার্টনের ডেভিড মোয়েস।
এ দিন ক্লাব ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ছ’বছরের চুক্তিতে সই করতে চলেছেন ৫০ বছর বয়সি কোচ মোয়েস। সরকারি ভাবে ১ জুলাই থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কাজ শুরু করবেন বর্তমান এভার্টন বস।
মঙ্গলবার ম্যান ইউ-তে ২৭ বছরের ফার্গুসন-জমানা শেষের ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এভার্টন ছাড়ার ব্যাপারে ক্লাব চেয়ারম্যান বিল কেনরাইটের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন মোয়েস। রিয়াল মাদ্রিদের হোসে মোরিনহো ফার্গুসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকলেও ম্যান ইউয়ের অন্যতম কর্তা, প্রবাদপ্রতিম স্যর ববি চার্লটনের সব সময় ইচ্ছা ছিল মোয়েসকে স্যর অ্যালেক্সের আসনে বসানোর। এ দিন চার্লটন বলেছেন, “এমন এক জন ম্যানেজার আমরা পেতে চলেছি, যে তারকা ফুটবলারদের সামলানোর পাশাপাশি তরুণ প্রতিভাও তুলে আনতে পারে। ডেভিড মোয়েসের মতো ম্যানেজার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ভবিষ্যতে আরও সাফল্য আনবে।”
এভার্টনে তাঁর বারো বছরের কোচিং জীবনে কোনও ট্রফি না জিতলেও মোয়েসের ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে অভিজ্ঞতা অগাধ। আধুনিক ধাঁচে দল তৈরি করতেও যথেষ্ট ওয়াকিবহাল তিনি, এমনই মত বিশেষজ্ঞদের। এমনকী প্রতি বছর ইউরোপিয়ান ফুটবলের দলবদলে তারকা প্লেয়ারদের খুইয়েও এভার্টনকে ধারাবাহিক ভাবে প্রিমিয়ার লিগে টিকিয়ে রেখেছেন মোয়েস। বিশেষজ্ঞদের অনেকের মতে, এই সব কারণে ফার্গুসনের উত্তরসূরি হিসাবে পছন্দের তালিকায় নিজের নাম শীর্ষে রাখতে সফল হয়েছেন মোয়েস। ফার্গুসন স্বয়ং এ দিন বলেছেন, “আমরা যখন নতুন কোচ নিয়ে আলোচনায় বসেছিলাম, সবচেয়ে প্রথম মোয়েসের নামই আমার মাথায় আসে। অনেক বছর ধরেই আমি ওর ধারাবাহিকতা দেখে আসছি। এমনকী ওকে ১৯৯৮-এ আমার সহকারী কোচ হিসাবে চেয়েছিলাম। কোনও সন্দেহ নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো টিমের কোচ হওয়ার যোগ্য মোয়েস।” এ দিকে, এক দিকে যখন ফার্গুসনের উত্তরসূরি বাছার কাজ চূড়ান্ত হচ্ছিল এ দিন, তখন অন্য দিকে ইপিএলে সোয়ানসি ম্যাচের জন্য ম্যান ইউ দলকে ট্রেনিং করান ফার্গুসন। ম্যান ইউ বস নিজের ১৪৯৯তম ম্যাচের আগে রুনি, ফান পার্সিদের ওল্ড ট্র্যার্ফোডে প্র্যাক্টিস করান। স্যর ফার্গির এই ক্লাবে দেড় হাজারতম তথা শেষ ম্যাচ আগামী ১৯ মে। ব্রমউইচের বিরুদ্ধে অ্যাওয়ে-তে।
মোয়েস কেন
স্থায়িত্ব ফার্গুসনের মতো মোয়েসও দীর্ঘকাল এভার্টনের ম্যানেজার ছিলেন। যা ম্যান ইউয়ের মতো হেভিওয়েট টিমের দায়িত্ব নেওয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে দেখছেন কর্তারা।
ম্যান ম্যানেজমেন্ট
ইংলিশ প্রিমিয়ার
লিগ অভিজ্ঞতা
মোয়েস গোটা কোচিং জীবনটাই শুধু ইংল্যান্ডেই কাটিয়েছেন। ইপিএল নিয়ে তাঁর অভিজ্ঞতা অগাধ।
কম বাজেটে ভাল
দলগঠনের ক্ষমতা
তরুণ প্রতিভা তুলে
আনার দক্ষতা
বরাবর তরুণ প্রজন্মের উপর নজর মোয়েসের। তরুণ প্রতিভা তুলে আনার ক্ষমতা আছে। রুনির মতো মহাতারকা ফুটবলারের ইপিএলে অভিষেক হয়েছে মোয়েসের হাতেই।
—স্যর অ্যালেক্স ফার্গুসন




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.