|
|
|
|
শিবু যাদবের ১৪ দিনের জেল হাজত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যারাকপুরের মণিরামপুরে সাংবাদিকদের উপরে হামলা ও এলাকায় তাণ্ডব চালিয়ে ভাঙচুরের ঘটনায় ১৪ দিনের জেল হাজত হল অন্যতম অভিযুক্ত শিবু যাদব ও তার নয় সঙ্গীর। এর আগে শিবু ১২ দিন পুলিশি হেফাজতে ছিল।
শিবুর বিরুদ্ধে আটটি ধারায় মামলা হয়েছিল। বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে মামলাটি উঠলে সরকারি আইনজীবী জানান, বুধবার শিবুর বাড়ি থেকে তার দেশি পিস্তলটি আটক হয়েছে। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এ দিন শিবুর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়। বিচারক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় শিবু ও তার সঙ্গীদের জামিনের আবেদন খারিজ করেন। শিবু বা তার সঙ্গীদের এ দিন আদালতের লক-আপে আনা হলেও আদালতে তোলা হয়নি।
গত ৬ জুন মণিরামপুরে খুন হন শিবুর ছায়াসঙ্গী জিতুলাল তাঁতি। খুনের ঘটনায় উঠে আসে স্থানীয় তৃণমূল নেতা ও আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ দেবব্রত ঘোষ ওরফে লাল্টুর নাম। ব্যারাকপুরের একটি পানশালা ও নাইট ক্লাবের বাউন্সার ও শিবুর জুয়ার ব্যবসার অংশীদার জিতু খুনের পরেই মণিরামপুর, সদর বাজার জুড়ে তাণ্ডব চালায় শিবুর সঙ্গীরা। সাংবাদিকদের বেধড়ক মারধর করে পুড়িয়ে মারারও চেষ্টা হয়।
এ দিকে, আজ, শুক্রবার আদালতে তোলা হবে লাল্টুকে। সম্প্রতি পুলিশ তাকে নিয়েও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। তবে জিতুলাল খুনের কিনারা এখনও হয়নি। বৃহস্পতিবার থানায় ঢুকে পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার হন আইনজীবী রবীন্দ্রনাথবাবুর ভাই জয়দেব ভট্টাচার্য। থানার কাগজপত্র নষ্টেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
|
পুরনো খবর
• নম্বর দেখে গাড়ি আটক চম্পারণে, কব্জায় শিবু
• নির্বিচার তাণ্ডবে ভাঙচুর, মারধর
|
|
|
|
|
|