টুকরো খবর
হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার
গলায় বিছানার চাদরের ফাঁস লাগানো অবস্থায় ডায়মন্ড হারবারের একটি হোটেল থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ইমতিয়াজ খান (২১)। বাড়ি বারুইপুরের শেরপুরে। ছেলেকে খুনের অভিযোগে সেলিম খান পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, ওই যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। দেহটি ময়না-তদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে হলদিয়ার একটি বেসরকারি কলেজ থেকে হোটেল ম্যানেজমেন্ট পাশ করেন তিনি। বুধবার বিকেলে হলদিয়ায় বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বেরোন। কিন্তু সেখানে যাননি। রাতে ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছের ওই হোটেলে ওঠেন। হোটেল-কর্মীরা পুলিশকে জানিয়েছেন, শোয়ার আগে ইমতিয়াজ তাঁদের জানিয়েছিলেন, লঞ্চ ধরতে না-পারায় তিনি হলদিয়া যেতে পারেননি। বৃহস্পতিবার সকালেই লঞ্চ ধরবেন। তাঁকে যেন ডেকে দেওয়া হয়। ভোরে তাঁকে ডাকতে গিয়েও সাড়া মেলেনি। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ইমতিয়াজের দেহ উদ্ধার করে। সেলিম খান বলেন,“ আমার মনে হয় ওকে কেউ খুন করে দেহটি ঝুলিয়ে দেয়। ছেলের আত্মহত্যা করার মত কোনও কারণ নেই।” হলদিয়ায় ইমতিয়াজের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরাখণ্ডের জন্য ত্রাণ সংগ্রহে পথে ছাত্রছাত্রীরা
চলছে অর্থ সংগ্রহ। —নিজস্ব চিত্র।
প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরাখণ্ডের দুর্গতদের সাহায্যের জন্য বৃহস্পতিবার পথে নামল বসিরহাটের ভ্যাবল ট্যাঁটরা স্যার রাজেন্দ্র হাইস্কুলের ছাত্রছাত্রীরা। কৌটো নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তারা অর্থ সংগ্রহ করে। সামিল হয় শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও। প্রধান শিক্ষক সুবীর লাহিড়ি বলেন, “যে যেমন পেরেছেন সাহায্য করেছেন। সব সাহায্য রাষ্ট্রপতির ত্রাণ তহবিলের মাধ্যমে উত্তরাখণ্ডে পাঠানো হবে।”

স্কুলছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক
অঙ্ক শেখানোর নাম করে অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে মিনাখাঁর চাঁপালির জয়কৃষ্ণপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তবে, অভিযুক্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “বাবা সিপিএম কর্মী। পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের হয়ে কাজ করার জন্য আমাকে বলেছিল তৃণমূল। রাজি না হওয়ায় ওরা আমাকে ফাঁসালো।” স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যুবক অপরাধ করে এখন তাঁদের দলের উপরে দোষ চাপাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা গৃহশিক্ষকতা করেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে না থাকলে ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব নিতেন মাস কয়েক আগে উচ্চ মাধ্যমিক পাশ করা ওই যুবক। বুধবার সকালেও তিনি পড়াচ্ছিলেন। এক সময়ে অন্যদের ছুটি দিয়ে দিলেও অষ্টম শ্রেণির ছাত্রীটিকে অঙ্ক শেখানোর নামে ওই যুবক আটকে রাখেন এবং তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে লোকজন চলে এলে যুবক পালান। সন্ধ্যায় ছাত্রীর বাবা যুবকের নামে থানায় লিখিত অভিযোগ করেন।

প্রার্থীর ভাইকে কোপাল দুষ্কৃতী
চুরিতে বাধা পেয়ে স্বরূপনগরের ভেকুটিয়া গ্রামের এক তৃণমূল প্রার্থীর ভাইকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতীরা। বুধবার রাতের ঘটনা। আহত সাহাবুদ্দিন মণ্ডল নামে ওই প্রার্থী বসিরহাট হাসপাতালে ভর্তি। অভিযোগের তীর সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ বার সগুণা পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী হয়েছেন সাহাবুদ্দিনের দাদা জসিমুদ্দিন। পুলিশের কাছে ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক জন দুষ্কৃতী ওই সব জিনিস তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। দেখতে পেয়ে সাহাবুদ্দিন তাড়া করেন। একটি বাঁশবাগানের মধ্যে দুষ্কৃতীরা তাকে কুপিয়ে জিনিসপত্র ফেলে পালায়। তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.