উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভাল ফল ছাত্রীদের
বিএ, বিকম পরীক্ষায় প্রথম বিভাগে এ বছর ছাত্রীরাই ভাল ফল করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির স্নাতক স্তরে অনার্স এবং সাধারণ বিভাগে বিএ,বিএসসি এবং বি কমের ফলাফল ঘোষণা করেন কর্তৃপক্ষ। তাতে ছাত্রীদের ভাল ফল করার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ বছর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তারাই প্রথম স্নাতকস্তরের পরীক্ষার ফল প্রকাশ করলেন বলে দাবি করেছেন।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুশান্ত সরকার বলেন, “অনার্স এবং পাস কোর্সে বিএ, বিকম বিভাগে প্রথম বিভাগে পাশের ক্ষেত্রে ছাত্রীদের সংখ্যাই বেশি।” তিনি জানান, বিএ অনার্সে ১৩৩ জন প্রথম বিভাগে পাশ করেছেন। তার মধ্যে ৬৮ জন ছাত্রী। বিকম-এ ১০৪ জন প্রথম বিভাগে। যার মধ্যে ৬৬ জন ছাত্রী। ছাত্র ৩৮ জন। বি কমে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা কম ছিল। ওই বিভাগে ৫৪৮ জন ছাত্র এবং ৪০৫ জন ছাত্রী পরীক্ষা দিয়েছেন। অনার্সে বিএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৭১ জন। ৭৭ জন ছাত্রী, ৯৪ জন ছাত্র।
পাস কোর্সে বিএ-তে প্রথম বিভাগে ১ জনই পাশ করেছেন। এবং তিনি ছাত্রী। বিএসসিতে ৩৪ জন প্রথম বিভাগে। তার মধ্যে ১৫ জন ছাত্রী, ১৯ জন ছাত্র। বিকমে ১১ জন প্রথম বিভাগে পাশ করেছেন। তার মধ্যে ৭ জন ছাত্রী এবং ৪ জন ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিএ অনার্সে গত বছরের তুলনায় পাশের হার কমেছে। গত বছর ৭৯.৪২ শতাংশ পাশকরেছিল। এ বছর পাশ করেছে ৭৫.৮৬ শতাশ। অনার্সে বিএসসি-তে পাশ করেছে ৮১.২২ শতাংশ। গত বছর ছিল ৮১.৬১ শতাংশ। বিকম অনার্সে এ বছর পাশের হার ৯২.৩৭ শতাংশ। গত বছর ছিল ৮৯.৭১ শতাংশ।
পাস কোর্সেও বিএ বিভাগে পাশের হার কমেছে। এ বছর পাশের হার ৫০.৪৮ শতাংশ। গত বছর ছিল ৫৯.৩২ শতাংশ। বিএসসিতে এ বছর পাশের হার ৮১.৩১ শতাংশ। গত বছর ছিল ৭৮.৫৫ শতাংশ। পাস কোর্সে বিকমে পাশের হার এ বছর ৮১.৫৭ শতাংশ। গত বছর ছিল ৮৮.৪৯ শতাংশ।
বেশ কিছু ছাত্রছাত্রীর ফলাফল অসম্পূর্ণ থাকায় তাদের রেজাল্ট দেওয়া যায়নি। তার মধ্যে দাজির্র্লিং গভর্নমেন্ট কলেজের বিএসসি’র ৩০ জন পড়ুয়া রয়েছেন। তাঁদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ফল গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। রেজাল্ট পাঠাতে দেরি কেন তা নিয়ে কর্তৃপক্ষকে শোকজও করা হয়েছে। তবে কর্তৃপক্ষ কোনও সদুত্তর দেননি। সব মিলিয়ে ৬৫ জনের ফলাফল অসম্পূর্ণ রয়েছে। শীঘ্রই তাদের ফলাফল প্রকাশ হবে।
বর্তমানে তাদের অধীনে ৫৪টি কলেজ রয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেশ কিছু কলেজ আগে এই বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল। সে সময় যারা প্রথম বর্ষে পড়তেন তেমন কিছু ছাত্রছাত্রীও ফলাফলও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nbu.ac.in অথবা www.exametc.com -এ ক্লিক করে উৎসাহীরা রেজাল্ট জানতে পারবেন। অথবা এনবিইউডি রোল নম্বর লিখে ৫৪২৪২ অথবা ৫৬৯৬৯ নম্বরে এসএমএস করেও ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.