বেসরকারি বাস সংগঠনগুলির ধর্মঘটের জেরে বুধবার নাকাল হতে হয়েছে জলপাইগুড়ি থেকে ডুয়ার্স ও শিলিগুড়ি রুটের যাত্রীদের। জাতীয় সড়ক মেরামতির দাবিতে জেলার বেসরকারি পরিবহণ সংগঠনগুলির যৌথ মঞ্চ এদিন জলপাইগুড়ি শহরে পরিবহণ ধর্মঘট ডাকে। আলিপুরদুয়ার, মালবাজার সহ ডুয়ার্সের নানা এলাকা থেকে জলপাইগুড়িতে যাতাযাত করা বাসগুলি এদিন বন্ধ ছিল। ডুয়ার্সের বাসগুলিকে এদিন ময়নাগুড়ি থেকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। তেমনই জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে সুপার এবং মিনি বাস এদিন চলাচল করেনি। তার ফলে দিনভরই দুর্ভোগে পোহাতে হয়েছে নিত্য থেকে সাধারণ যাত্রীকে।
|
বেসরকারি বাস চলাচল না করায় ভিড় ছিল ছোট গাড়ি, অটোয়। —নিজস্ব চিত্র |
বেসরকারি বাস বন্ধ থাকলেও ডুয়ার্স ও শিলিগুড়ি রুটে সরকারি বাস চলাচল করেছে। কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় সরকারি বাসের সংখ্যা কম থাকায় দুর্ভোগের মাত্রা কমে নি। বেসরকারি বাসের অভাবে এদিন হলদিবাড়িগামী প্যাসেঞ্জার অথবা ডুয়ার্সে আলিপুরদুয়ারগামী ইন্টারসিটি, বামনহাট এক্সপ্রেসে যাত্রীদের ভিড় উপচে পড়ে। বাস বন্ধ রাখার পাশাপাশি এদিন জাতীয় সড়কে মেরামতির দাবিতে বেসরকারি পরিবহণ যৌথ মঞ্চের সদস্যরা জলপাইগুড়ি রোড স্টেশনে গয়া-কামাক্ষাগুড়ি এক্সপ্রেসকে ২০ মিনিট অবরোধ করে রাখেন। প্রথমে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস অবরোধ করার সিদ্ধান্ত হলেও, এদিন সেই সিদ্ধান্ত বদলে কামাক্ষাগুড়ি এক্সপ্রেস অবরোধ করে যৌথ মঞ্চের সদস্যরা। এদিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন লাগোয়া এলাকায় কামাক্ষাগুড়ি এক্সপ্রেস অবরোধ করা হয়। জেলা বেসরকারি পরিবহণ যৌথ মঞ্চের আহ্বায়ক গৌরব চক্রবর্তী বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির আশ্বাস দিয়েছেন। কয়েকদিন অপেক্ষা করব। ১০ দিনের মধ্যে কোনও সদর্থক পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা ফের আন্দোলন শুরু করব। যাত্রীদের দুর্ভোগ হলেও সড়ক মেরামতির দাবিতে তাঁরা আমাদের পাশেই রয়েছেন।” |