শিলিগুড়িতে ফাঁকা ফ্ল্যাটে ঢুকে লুঠপাট
বাইরে থেকে আবাসনের ৯টি ফ্ল্যাটের দরজার ‘লক’ আটকে, ‘আই হোলে’ চুইংগাম সেঁটে আবাসনের তিনটি ফ্ল্যাটের লোহার গেটের তালা, দরজার লক ভেঙে সোনার গয়না-সহ নগদ টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দপল্লির সৃষ্টিকুঞ্জ আবাসনে ঘটনাটি ঘটেছে। যে তিনটি ফ্ল্যাটের দরজা ভাঙা হয়েছে, সেগুলিতে বাসিন্দারা না থাকায় বাইরে থেকে তালা বন্ধ ছিল। আবাসনের একটি ফ্ল্যাট থেকে অন্তত ৫ ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ১২ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। অন্য দুটি ফ্ল্যাটের থেকে দামি কিছু খোয়া যায়নি বলে বাসিন্দারা জানিয়েছেন। বিষয়টি টের পেয়ে আবাসিকরা পুলিশে খবর দিলে, ভক্তিনগর থানা থেকে পুলিশ গিয়ে অন্য ফ্ল্যাটগুলির দরজা থেকে খুলে দিলে বাসিন্দারা বেরোন।
চুরির পরে কান্না। —নিজস্ব চিত্র।
আবাসনের বাসিন্দাদের একাংশের অভিযোগ, “পুলিশ এসে পৌঁছতে দেরি করেছে।” পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “তদন্ত শুরু হয়েছে। টাকা ও গয়না হাতাতেই দুষ্কৃতী দলটি এসেছিল বলে মনে হচ্ছে। শহর ও লাগোয়া এলাকায় রাতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
চার তলা ওই আবাসনের নিচ তলায় বাইক-গাড়ি রাখা হয়। মঙ্গলবার রাতে সেখানে আটটি বাইক এবং দুটি গাড়িও ছিল। ওপরের তিন তলার প্রতিটিতে চারটি করে ফ্ল্যাট রয়েছে। আবাসনে কোনও নিরাপত্তা কর্মী নেই। রাতে আবাসনে ঢোকার গ্রিল ঘেরা প্রবেশ পথের লোহার গেটে তালা বন্ধ রাখা হয়। মঙ্গলবার রাতে ওই তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে।
পুলিশ জানিয়েছে, চারতলার ফ্ল্যাটের বাসিন্দা শিলিগুড়ির একটি স্কুলের শিক্ষক মোজাম্মেল ইসলাম গত সপ্তাহে সপরিবারে দিনহাটায় গিয়েছেন। তার পর থেকে ফ্ল্যাটটি তালাবন্ধই থাকত। ফ্ল্যাটের লোহার গেটে দুটি তালা ভেঙে, কাঠের দরজার লক ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢোকে। সে সময়ে উল্টো দিকের ফ্ল্যাটের দরজার ‘আই-হোলে’ চুইংগাম লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ফ্ল্যাটটির ঘরের দুটি স্টিলের আলমারির তালা ভেঙে জামা কাপড় লন্ডভন্ড করে, আলমারির লকার থেকে গয়না ও টাকা বের করে নেয় দুষ্কৃতীরা। ল্যাপটপ-সহ অন্য সামগ্রী থাকলেও সেগুলি দুষ্কৃতীরা নেয়নি।
একনজরে
• এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি দু’মাসে ৮৩টি চুরির ঘটনা নথিভুক্ত ভক্তিনগর থানায়।
সাম্প্রতিক নালিশ
• ৩৯ নম্বর ওয়ার্ডের সূর্য শিখা সরণির একটি আবাসনের নীচ থেকে দুটি বাইক চুরি হয়।

• ১৫ নম্বর ওয়ার্ডে প্রাথমিক স্কুলের নির্মাণ সামগ্রী চুরি।

• ১৫ নম্বর ওয়ার্ডেই এক মহিলার গলার হার ছিনতাই।

• ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বিবেকানন্দ পল্লির একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
একই ভাবে দোতলার দুটি বন্ধ ফ্ল্যাটে তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। সে সময়েই শব্দে ঘুম ভেঙে যায় দোতলার একটি ফ্ল্যাটের বাসিন্দা অঞ্জনা চট্টোপাধ্যায়ের। বন্ধ দরজার ‘আই-হোল’ দিয়ে কালো পোশাক পড়া দুই ব্যক্তিকে সিড়ি দিয়ে নেমে যেতে দেখেন তিনি। বুধবার সকালে অঞ্জনাদেবী বলেন, “রাত সাড়ে তিনটের সময় বেশ কয়েকবার জোরে জোরে শব্দ শুনতে পাই। স্বামীকে ঘুম থেকে ডেকে তুলি। দরজা খোলার চেষ্টা করি। তখন বুঝতে পারি, দরজা বাইরে থেকে বন্ধ। এর পর আবাসনের সকলকে ফোন করা শুরু করি।”
আবাসনের আরেক আবাসিক শান্তনু রায়চৌধুরী বলেন, “ফোন পেয়ে আমিও দরজা খোলার চেষ্টা করেও পারিনি। বুঝতে পারি বাইরে থেকে বন্ধ। ঘর থেকেই পুলিশে ফোন করি।” যে ফ্ল্যাটটি থেকে চুরি হয়েছে তাঁর বাসিন্দা মোজাম্মেল ইসলাম বলেন, “শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটবে ভাবতেই পারছি না। বাসিন্দারা তো বাড়িতে তালা দিয়ে তো কোথাও যেতেই পারবেন না!” অন্য যে দুটি ফ্ল্যাটের তালা ভেঙে দুষ্কৃীতারা ভেতরে ঢোকে তার একটির বাসিন্দা পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক ভূপেশরঞ্জন দেব মাস খানেক আগে নাগপুরে গিয়েছেন। আরেকটি ফ্ল্যাটে কেউ নেই বলে পুলিশ জানিয়েছে।
ওই এলাকারই নজরুল সরণিতে এ দিন সন্ধ্যার পর আরেকটি বাড়িতে চুরি হয়। ওই বাড়িতে কেউ ছিলেন না। দুষ্কৃতীরা বাড়ির পিছনের দিকের দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রায় সাড়ে তিন ভরি সোনার গয়না নিয়ে পালায় বলে অভিযোগ। ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুলাল দত্ত বলেন, “২৪ ঘণ্টার মধ্যে এই ওয়ার্ডে দুটি চুরি হল। পুলিশকে নজরদারি বাড়ানো ও দুষ্কৃতীকে ধরার দাবি জানানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.